ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:৫ পিএম
অনলাইন সংস্করণ
মাছ-মাংসের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও পেয়াজের দাম বেড়েছে
১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:৫ পিএম

ছবি: সংগ্রহ
নিজস্ব প্রতিবেদন : রাজধানীর কাঁচা বাজারে আজ মাছ-মাংসের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও কিছু পণ্যের দাম বেড়েছে। বাজারে সবজির দাম কিছুটা কমেছে। পেয়াজের দাম বাড়তি। বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০-২১০ টাকা, দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা, গরুর মাংস ৭৮০-৮২০ টাকা এবং খাসির মাংস ১২০০-১২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই মাছ প্রতি কেজি ৩২০-৩৫০ টাকা, কাতলা ৩৫০-৪০০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা, টেংরা ৫০০-৫৫০ টাকা এবং চিংড়ি ৭৫০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, সরবরাহ স্বাভাবিক থাকলেও জ্বালানি ও পরিবহন খরচ বাড়ায় দাম কিছুটা বেড়েছে।
ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
ভোক্তারা আশা করছেন, বাজার নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
