ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৫ | ৪:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের ‘স্টারশিপ’
১৭ জানুয়ারি, ২০২৫ | ৪:০ পিএম
![মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের ‘স্টারশিপ’](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/17/20250117114806_original_webp.webp)
ছবি: সংগ্রহ
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিবিসি ও রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্পেসএক্সের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বৃহস্পতিবার এ রকেটের পরীক্ষা চালানো হয়। তবে উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই এতে ত্রুটি দেখা দেয় এবং এটি ব্যর্থ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্পেসএক্স জানিয়েছে, উৎক্ষেপণের পর দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে এটি ভেঙে পড়ল তার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
বলা হয়েছে, উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার মূল কারণ আরও ভালোভাবে বুঝতে সংশ্লিষ্ট দলগুলো ফ্লাইট পরীক্ষার তথ্য পর্যালোচনা করবে।
স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যা শিখি, তা থেকেই সাফল্য আসে। আজকের উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহায়তা করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মাঝ আকাশে একটি রকেট বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে। তবে এ ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি বলে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে।
স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ নিয়ে ইলন মাস্ক এক্সে লেখেন, সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত। এ বার্তার সঙ্গে রকেট উৎক্ষেপণের দৃশ্যও শেয়ার করেন তিনি।
এদিকে রকেট ভেঙে পড়ায় ওই এলাকা বিমান চলাচলের উপর সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্তীর্ণ এলাকার বিমান চলাচল ব্যাহত হয়েছে। কয়েক ডজন বাণিজ্যিক ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
![মাঝ আকাশে ভেঙে পড়লো ইলন মাস্কের ‘স্টারশিপ’](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)