ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৫ | ২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়
২১ জানুয়ারি, ২০২৫ | ২:৩৮ পিএম
![মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/21/20250121143725_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক দিনেই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান বাতিলের জন্য কার্যক্রম শুরু। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপে লাখ লাখ ভারতীয়-আমেরিকান নাগরিকত্ব হারাতে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রথা যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ছিল, তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আর কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেওয়া হবে না।
এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাবিত হবে ভারতীয়রা। ২০২২ সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে পিউ রিসার্চ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয়-আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে ১৬ লাখের জন্ম যুক্তরাষ্ট্রে এবং তারা এখন পর্যন্ত মার্কিন নাগরিক। তবে নতুন এই আইন বাস্তবায়িত হলে তাদের মধ্যে ১৬ লাখ নাগরিকত্ব হারাবেন।
বেশ কয়েক বছর ধরেই ডোনাল্ড ট্রাম্প এ নীতির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এবং গত বছর এই নীতিকে ‘হাস্যকর’ হিসেবে উল্লেখ করেছিলেন। ১৪তম সংশোধনীর অধীনে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সকল ব্যক্তির নাগরিকত্ব পাওয়ার অধিকার ছিল, কিন্তু ট্রাম্পের এই নির্বাহী আদেশের মাধ্যমে তা চ্যালেঞ্জের মুখে পড়বে।
মার্কিন ইতিহাসের এই বড় সিদ্ধান্তে ভারতীয়দের জন্য বড় একটি অনিশ্চয়তা তৈরি হতে যাচ্ছে, যা দেশটির অভিবাসী নীতির নতুন পর্যালোচনার দিকে নির্দেশ করছে।
- ট্যাগ সমূহঃ
- মার্কিন
- নাগরিকত্ব
- হারাতে যাচ্ছেন
- ভারতীয়
![মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)