ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ মে, ২০২৪ | ৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
মার্কিন স্বাস্থ্যসেবায় বড় ঝুঁকি হয়ে উঠছে সাইবার আক্রমণ
১১ মে, ২০২৪ | ৩:৩৭ পিএম
![মার্কিন স্বাস্থ্যসেবায় বড় ঝুঁকি হয়ে উঠছে সাইবার আক্রমণ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/11/20240511153725_original_webp.webp)
উচ্চ চিকিৎসা ব্যয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে নতুন মাথাব্যথার কারণ হয়ে উঠেছে সাইবার আক্রমণ। দেশটির হাসপাতালের মতো সংবেদনশীল পরিষেবায় সাম্প্রতিক সময়ে সাইবার হামলার মাত্রা বেড়েছে।
সাধারণত যুক্তরাষ্ট্রর চেইন পরিষেবাগুলো বিস্তৃত পরিসরে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে থাকে। সাইবার হামলায় এ নেটওয়ার্ক থেকে বিচ্যুত হয়ে বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়। সর্বশেষ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে পরিষেবা পরিচালনা করে এমন একটি সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা সংশ্লিষ্টদের নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে।
সেন্ট লুইসভিত্তিক অলাভজনক সংস্থা অ্যাসেনশনের ওপর সর্বশেষ সাইবার আক্রমণটি করে হ্যাকাররা। এ কারণে পরিষেবায় থাকা অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রাখাসহ বেশকিছু ক্ষেত্রে ডিজিটাল নেটওয়ার্কের বাইরে গিয়ে কাজ করতে হয় সংস্থাটির।
যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যে ১৪০টি হাসপাতাল রয়েছে অ্যাসেনশনের। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, সাইবার হামলার কারণে ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড, ফোন ও অনলাইনে ওষুধের ক্রয়াদেশ সম্পর্কিত সিস্টেমে প্রবেশ করা যাচ্ছিল না।
হাসপাতাল পরিষেবার পাশাপাশি অ্যাসেনশন বয়স্কদের জন্য ৪০টি সিনিয়র লিভিং ফ্যাসিলিটিজ পরিচালনা করে। সাইবার আক্রমণের কারণে কেন্দ্রগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে কম্পিউটারের বদলে পুরনো পদ্ধতিতে সব ব্যাকআপ রাখতে হয়েছে বলে জানান অ্যাসেনশনের কর্মকর্তারা।
এক বিবৃতিতে অ্যাসেনশন জানায়, তাদের নেটওয়ার্কের কিছু অংশে অস্বাভাবিক কার্যক্রম লক্ষ করা যাচ্ছে। প্রতিষ্ঠানটি বছরের কয়েক লাখ রোগীকে সেবা দিলেও এ ঘটনায় কতজন প্রভাবিত হয়েছেন তা উল্লেখ করেনি।
অ্যাসেনশনের আগে একাধিক মার্কিন সংস্থা সাইবার আক্রমণের শিকার হওয়ার অভিযোগ তুলেছিল। অ্যাসেনশন আক্রমণের পর পরই ফেডারেল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। এ ঘটনায় অলাভজনক সংস্থাটির সিস্টেম পুনরুদ্ধার করার জন্য সাইবার সিকিউরিটি ফার্ম ম্যান্ডিয়েন্টকে নিয়োগ করে। সাইবার নিরাপত্তা সংস্থাটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাসেনশনের অনলাইন সিস্টেম বন্ধ করে দেয়।
অ্যাসেনশন যুক্তরাষ্ট্রে সর্বশেষ হ্যাকিং ঘটনা, যা দেশটির বড় একটি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ককে বাধাগ্রস্ত করেছে। এর মাধ্যমে সরকারিভাবে বিষয়টি আরো গুরুত্ব দেয়ার সময় এসেছে বলে বিশ্লেষকদের মত।
এ বিষয়ে চলতি মাসে ইউনাইটেড হেলথের সিইও অ্যান্ড্রু উইটিকে কংগ্রেসে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়। তখন তিনি জানান, ধারণা করছেন যে এক-তৃতীয়াংশ আমেরিকানদের ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে তৃতীয় পক্ষের হাতে চলে গেছে। ইউনাইটেড হেলথ রোগীর তথ্য ফাঁস হওয়া থেকে রক্ষা করার জন্য সাইবার অপরাধীদের ২ কোটি ২০ লাখ ডলার দিয়েছে বলেও জানান উইটি।
চেঞ্জ হেলথকেয়ার হ্যাকের ঘটনায় আমেরিকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। এর তিন মাস পর অ্যাসেনশনের ঘটনাটি নতুন করে আলোচনায় এল।
এর আগে জানুয়ারিতে শিকাগোর লুরি চিলড্রেনস হসপিটাল সাইবার হামলার শিকার হয়। এ কারণে হাসপাতালটি ফোন, ই-মেইল ও অন্যান্য সিস্টেম অফলাইনে নিতে বাধ্য হয়েছিল। এছাড়া নিয়মিত কার্যক্রম চালিয়ে নিতে কয়েক সপ্তাহ ব্যাঘাত ঘটে।
যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবা দেয়া সংস্থাগুলো সাম্প্রতিক বছরগুলোয় একের পর এক র্যানসমওয়্যারের আক্রমণের শিকার হয়ে আসছে। বৈশ্বিক মোট হিসাবে যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা ঘটছে বেশি। সম্প্রতি থ্রেট ইন্টেলিজেন্স কোম্পানি সাইবল জানায়, ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাতে ১০৫টি র্যানসমওয়্যার আক্রমণের খবর পাওয়া গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সাইবার আক্রমণের ঘটনা ছিল ৭৭টি।
- ট্যাগ সমূহঃ
- স্বাস্থ্যসেবা
![মার্কিন স্বাস্থ্যসেবায় বড় ঝুঁকি হয়ে উঠছে সাইবার আক্রমণ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)