ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৪৯:৫৯ পিএম

মার্চ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে আমদানি-রপ্তানি: অর্থ উপদেষ্টা

৩ জানুয়ারি, ২০২৫ | ১১:০ এএম

মার্চ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে আমদানি-রপ্তানি: অর্থ উপদেষ্টা

ছবি: সংগ্রহ

আগামী মার্চ মাস থেকে আমদানি ও রপ্তানির সমস্ত কার্যক্রম পেপারলেস বা অনলাইনে সম্পন্ন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ)-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আংশিকভাবে বিএসডব্লিউ চালুর মাধ্যমে আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এই প্রকল্পের আওতায় সাতটি কাস্টমস এজেন্সি একক প্ল্যাটফর্মে আনা হয়েছে। এজেন্সিগুলো হলো: পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপনস কনভেনশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ।


আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আরও ১২টি সংস্থাকে বিএসডব্লিউ-এর আওতায় যুক্ত করা হবে। এর ফলে পুরো সিস্টেমটি সম্পূর্ণরূপে কার্যকর হবে।


অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে অর্থ উপদেষ্টা জানান, মার্চ থেকে আমদানি ও রপ্তানি সংক্রান্ত ১৯টি ডিপার্টমেন্টের সব ধরনের লাইসেন্স ও অনুমোদন শুধুমাত্র অনলাইনে সম্পন্ন হবে। ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার নিষিদ্ধ করা হবে এবং নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বরাদ্দ আটকে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

এখন থেকে ব্যবসায়ীরা বিএসডব্লিউ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে আমদানি ও রপ্তানি সংক্রান্ত সব ধরনের প্রশংসাপত্র, লাইসেন্স এবং পারমিট সংগ্রহ করতে পারবেন। ফলে আর অফিসে গিয়ে কাগজপত্র সংগ্রহের প্রয়োজন হবে না।

মার্চ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে আমদানি-রপ্তানি: অর্থ উপদেষ্টা