ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ১১:২৩:০৩ এএম

মার্চ মাসে ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার

১ মার্চ, ২০২৫ | ২:৫০ পিএম

মার্চ মাসে ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার

ছবি: সংগ্রহ

বাংলাদেশ সরকার আগামী ১২ মার্চ ৩ হাজার কোটি টাকার নতুন সুকুক বন্ড ইস্যু করতে যাচ্ছে। পঞ্চম সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে জারি করা হবে, যা গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন এবং অকৃষি পণ্য পরিবহন সহজীকরণসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবে।

 

 

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত বছর মেয়াদি এই সুকুক বন্ডের জন্য বার্ষিক ৯.২৫ শতাংশ হারে ষাণ্মাসিক ভিত্তিতে ভাড়া প্রদান করা হবে। সুকুক ইস্যুর পরিমাণের ৭০ শতাংশ শরিয়াহ ভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি এবং বিমা কোম্পানির কাছে বরাদ্দ করা হবে। এছাড়া, ১০ শতাংশ কনভেনশনাল ব্যাংকগুলোর ইসলামিক শাখা এবং উইন্ডোর মাধ্যমে বরাদ্দ হবে, আর ২০ শতাংশ বরাদ্দ থাকবে দেশি-বিদেশি ব্যক্তি, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য বিনিয়োগকারীদের জন্য।

 

 

বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় সুকুকের প্রসপেক্টাস ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি চূড়ান্ত করা হয়েছে। এই সুকুক ইস্যুর মাধ্যমে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক প্রকল্পে সহায়তা নিশ্চিত করা হবে।

 

 

নিলামে অংশগ্রহণের জন্য সকল কনভেনশনাল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানিগুলোর শর্তসাপেক্ষে অংশ নেওয়ার সুযোগ থাকবে। ব্যক্তি পর্যায়ের নিবাসী বিনিয়োগকারীরা তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবেন, আর অনিবাসী ব্যক্তিরা অথবা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অবস্থিত যেকোনো ব্যাংক থেকে সুকুকের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন।

 

 

এই সুকুক ইস্যু বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোতে বড় ধরনের সহায়তা প্রদান করবে।

মার্চ মাসে ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার