ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৪ | ৪:০ এএম
অনলাইন সংস্করণ
মিথ্যা ঘোষণায় আমদানি করা ৭৪ লাখ সিগারেট জব্দ
৩ ডিসেম্বর, ২০২৪ | ৪:০ এএম
![মিথ্যা ঘোষণায় আমদানি করা ৭৪ লাখ সিগারেট জব্দ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/02/20241202162002_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গৃহস্থালি পণ্যের ঘোষণা দিয়ে থাইল্যান্ড থেকে আনা একটি কন্টেইনার খুলে ৭৪ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকালে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা একটি ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারের কায়িক পরীক্ষার পর ‘লামের‘ ব্রান্ডের এসব সিগারেট জব্দ করা হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
এভাবে সিগারেট আমদানি করে ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে ঈশ্বরদী ইপিজেডের খেয়াতি লেদার ইনোভেশন বিডি লিমিটেড নামে একটি কোম্পানি।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এবং সে হিসেবে এর বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ৯ কোটি টাকা।”
কাস্টমসের বিজ্ঞপ্তিতে বলা হয়, চালানটিতে ‘অসত্য ঘোষণার’ পণ্য থাকতে পারে সন্দেহে বন্দরে পড়ে থাকা কন্টেইনারটির কায়িক পরীক্ষা করা হয়।
চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ওই কন্টেইনারের ৭৪০ কার্টন পরীক্ষা করে ৭৪ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। পড়ে থাকা কন্টেইনারের পণ্য ছাড় করার জন্য কোনো প্রতিষ্ঠান বিল অব এন্ট্রিও দাখিল করেনি। এই ঘটনায় কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
![মিথ্যা ঘোষণায় আমদানি করা ৭৪ লাখ সিগারেট জব্দ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)