ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১২:১৩:২৪ পিএম

মিয়ানমারের গৃহযুদ্ধে চীনের বাণিজ্য করিডর হুমকির মুখে

২১ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:৩৪ পিএম

মিয়ানমারের গৃহযুদ্ধে চীনের বাণিজ্য করিডর হুমকির মুখে

ছবি: সংগ্রহ

এ গ্রাম ছিল মিয়ানমারের সঙ্গে চীনের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কের প্রতিচ্ছবি। দুই দেশের এ সীমান্ত তখন আলাদা করা ছিল বাঁশের বেড়া, খাদ ও নিচু মাটির টিলা দিয়ে।

 

 চীনের ইউনান প্রদেশের রুইলি কাউন্টির সীমান্তে তোলা হয়েছে উঁচু ধাতব—কিছু জায়গায় কাঁটাতারের—বেড়া। অনেক জায়গায় বসানো হয়েছে নজরদারি ক্যামেরা।

 

প্রথমে এই বিচ্ছিন্নতার কারণ ছিল কোভিডকালে চীনের কঠোর লকডাউন। তবে এরপর এর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ২০২১ সালে মিয়ানমারের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধ।

 

মিয়ানমারের জান্তা সরকার এখন দেশের বিরাট একটা অংশে বিদ্রোহীদের কাছে নিয়ন্ত্রণ হারিয়েছে। জান্তার অন্যতম বড় পরাজয় হয়েছে চীন সীমান্তসংলগ্ন শান স্টেটে।

 

একেবারে দোরগোড়ায় এ সংকট—প্রায় ২ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে—চীনের জন্য দিন দিন আরও খরুচে হয়ে উঠছে। একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডরের জন্য মিয়ানমারে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল চীন।

 

 

কিন্তু মিয়ানমারের গৃহযুদ্ধ এই করিডরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এখানে এখন বিদ্রোহী ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে।

 

 

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমারের রাজধানী নেপিদো সফর করেন। ওই সফরে তিনি দেশটির সামরিক শাসক মিন অং হ্লাইংকে হুঁশিয়ারি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।



মিয়ানমারের শান স্টেটে সংঘাত নতুন কিছু নয়। দারিদ্র্যপীড়িত রাজ্যটি বিশ্বজুড়ে আফিম ও মেথামফেটামিন সরবরাহের অন্যতম প্রধান উৎস। 

 

চীনের সীমান্ত শহর রুইলিতে এখন লাউডস্পিকারের মাধ্যমে নাগরিকদের সীমান্তে তোলা বেড়ার কাছাকাছি যেতে নিষেধ করা হয়। তবে এই সতর্কতাও একজন চীনা পর্যটককে বেড়ার ফাঁক দিয়ে হাত গলিয়ে সেলফি তোলা থেকে আটকাতে পারে

 

মিয়ানমানের বয়স ৬০-এর কোঠার শেষদিকে। আগে মিয়ানমারের মিউজ শহরের সীমান্ত এলাকায় চীনা কাপড় বিক্রি করতেন। কিন্তু এখন তার শহরের অবস্থা এতটাই খারাপ যে প্রায় কারোর হাতেই কাপড় কেনার মতো টাকা নেই।

 

 

মিয়ানঝেন বলেন, এই পরিস্থিতি মানুষকে বেপরোয়া করে তুলেছে। তার পরিচিত অনেকে মাত্র ১০ ইউয়ান—প্রায় ১ ডলার—উপার্জনের জন্য সীমান্ত পাড়ি চীনে চলে এসেছেন, যাতে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারেন।

 

পেট চালানোর জন্য মিয়ানমারে আর কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না লি মিয়ানঝেন। রুইলিই এখন তার শেষ আশ্রয়চলমান যুদ্ধের ফলে মিয়ানমারের ভেতরে-বাইরে ভ্রমণে বড় বিধিনিষেধ দেওয়া হয়েছে। ফলে দেশটির অবস্থা জানার জন্য মিয়ানঝেনের মতো সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে পালিয়ে আসা মানুষেরাই মূল ভরসা।

 

চীনে প্রবেশের জন্য 'ওয়ার্ক পাস' না পেয়ে মিয়ানঝেনের পরিবার মান্দালয়ে আটকা পড়েছে। এদিকে বিদ্রোহী বাহিনী মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহরটির কাছাকাছি চলে এসেছে।

 

জিন অংয়ের মতো মিয়ানমার থেকে আসা আরও অনেক কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে এ শিল্প পার্কে। কারণ চীনা সরকারের সহায়তায় গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো তাদের থেকে সস্তা শ্রম পায়। মিয়ানমার থেকে আসা কর্মীরা মাসে প্রায় ২ হাজার ৪০০ ইউয়ান ,৪৫০ ডলার আয় করেন, যা চীনা সহকর্মীদের চেয়ে কম।

 

 

বয়স হয়ে যাওয়ায় জিন অংয়ের বাবা-মা পালাতে পারেননি, অগত্যা তিনি একাই পালিয়েছেন। যতটুকু পারেন, বাড়িতে টাকা পাঠান তিনি।

 

রুইলিতে সরকার পরিচালিত কম্পাউন্ডে কয়েক বর্গকিলোমিটার এলাকাজুড়ে পুরুষরা বসবাস ও কাজ করছেন। জিন অং বলেন, যেখান থেকে পালিয়ে এসেছেন, তার তুলনায় এ জায়গা অভয়ারণ্য।

 

মিয়ানমার সেনাবাহিনীর জোরপূর্বক নিয়োগ থেকেও পালিয়ে এসেছেন তিনি। যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের ঘাটতি পূরণে জোর করে সেনাবাহিনীতে সৈনিক নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।

 

চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডরটি এ দুই শহর দিয়ে গেছে। বেইজিংয়ের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে লাশিও এতদিন জান্তার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে বিদ্রোহীরা শহরে ঢুকে পড়েছে। সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে বোমা ও ড্রোন হামলা করে, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সীমিত করে দিয়ে।

 

 

তিনি আরও বলেন, 'বিদ্রোহীরা সম্ভবত একটা কারণেই মিউজ টাউনশিপে হামলা চালায়নি—চীন ক্ষুব্ধ হয়ে হতে পারে, এ আশঙ্কায়। সেখানকার লড়াই চীনের বিনিয়োগে প্রভাব ফেলতে পারে, যা কয়েক মাস ধরে ফের চালু করার চেষ্টা চলছে। শাসকগোষ্ঠী এখন শান রাজ্যের প্রায় সমগ্র উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে—শুধু মিউজ বাদে। 

 

চীনের বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি, অবকাঠামো ও বিরল খনিজ সম্পদে বিনিয়োগের জন্যও সহায়ক এই রুট।



তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে একটি রেলপথ। এই রেলপথ ইউনান প্রদেশশের রাজধানী কুনমিংকে গভীর সমুদ্রবন্দর কেয়াকফিউর সঙ্গে যুক্ত করবে। মিয়ানমারের পশ্চিম উপকূলে এই বন্দরটি তৈরি করছে চীনারা।

 

বঙ্গোপসাগরের তীরের এই বন্দরটি রুইলি ও এর আশপাশ গড়ে ওঠা শিল্পগুলোকে ভারত মহাসাগর ও বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করবে। মিয়ানমার হয়ে ইউনানে জ্বালানি সরবরাহকারী তেল ও গ্যাস পাইপলাইনের শুরুও হবে এই বন্দর থেকেই।

 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বছরের পর বছর ধরে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন, বিশেষ করে অং সান সু চি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে

 

তিন বছরের যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। কিন্তু তারপরও এ যুদ্ধের শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।

 

 

বেইজিং এখন অচলাবস্থায় রয়েছে। রিচার্ড হর্সি বলেন, এই পরিস্থিতি চীনের 'পছন্দ হচ্ছে না' না, মিন অং হ্লাইংকে 'অযোগ্য' মনে করছে।

 

তিনি বলেন, চীন জান্তা সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তবে তা গণতান্ত্রিক শাসনে ফিরে যাওয়ার জন্য নয়, বরং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।

 

 

বিশ্লেষকরা বলছেন, অনেক বিদ্রোহী গোষ্ঠী চীনা অস্ত্র ব্যবহার করছে। আর সাম্প্রতিক সংঘর্ষগুলো ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত তিনটি জাতিগত গোষ্ঠীর জোটের গত বছরের আক্রমণেরই পুনরুত্থান। 

 

এ জোট যুদ্ধে জেতার পর কিছু কুখ্যাত মাফিয়া পরিবারের পতন ঘটেছে। এই পরিবারগুলো হাজার হাজার চীনা শ্রমিককে ফাঁদে ফেলে আটকে রেখেছিল। সীমান্তে ক্রমবর্ধমান অপরাধ নিয়ে চীন দীর্ঘদিন ধরেই নাখোশ ছিল।

 

জান্তার পতন অথবা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ—এ দুই পরিস্থিতিতে চীনের প্রতিক্রিয়া কী হবে, তা এখনও স্পষ্ট নয়। শান্তি আলোচনায় উভয় পক্ষকে চাপ দেওয়ার বাইরেও বেইজিং আর কী পদক্ষেপ নিতে পারে, তা স্পষ্ট নয়।


রুইলির শাটারবন্ধ সারি সারি দোকানই সেখানকার পরিস্থিতির অবনতির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একসময় মিয়ানমার সীমান্ত লাগোয়া অবস্থানের কারণে লাভবান হওয়া শহরটি এখন সেই একই কারণে ক্ষতিগ্রস্ত।

 

চীনের কঠোর লকডাউনে এক দফা ধাক্কা খাওয়ার পর আন্তঃসীমান্ত বাণিজ্য ও যোগাযোগ ফের চালু না হওয়ায় এ শহরের ব্যবসা-বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এখানকার ব্যবসাগুলো মূলত বার্মিজ শ্রমিকদের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন বার্মিজ শ্রমিক পাওয়া বন্ধ হয়ে গেছে। একাধিক শ্রমিক নিয়োগকারী এজেন্ট জানান, সীমান্তের ওপার থেকে শ্রমিক নিয়োগের বিধিনিষেধ আরও কড়া চীন—এবং শত শত অবৈধ শ্রমিককে ফেরত পাঠিয়েছে।

 

চেকপয়েন্টের পাশের চত্বরে প্রচুর অল্পবয়সি শ্রমিক দাঁড়িয়ে ছিলেন। তাদের মধ্যে সন্তানসহ অনেক মা-ও আছেন। কাজ পাওয়ার জন্য দরকারি কাগজপত্র প্রস্তুত করছিলেন তারা। যারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারছেন, তাদের একটা পাস দেওয়া হচ্ছে।

 

আপাতত মিয়ানঝেন ও জিন অংয়ের জন্য নিরাপদ আশ্রয় রুইলি। তারা জানেন, তাদের ভবিষ্যৎ চীনের ওপর নির্ভর করছে, ঠিক যেমন চীনের ভবিষ্যৎও কিছুটা তাদের ওপর নির্ভর করছে।

 

মিয়ানমারের গৃহযুদ্ধে চীনের বাণিজ্য করিডর হুমকির মুখে