ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:০১:৪৫ পিএম

মিয়ানমার ও ভারত থেকে এসেছে ৩০ হাজার টন চাল

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪১ এএম

মিয়ানমার ও ভারত থেকে এসেছে ৩০ হাজার টন চাল

ছবি: সংগ্রহ

প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ২৩ হাজার টন এবং ভারত থেকে ৭ হাজার ৫৯৯ টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম ও মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আগামী দুদিনে আরো সাড়ে ১৮ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ বন্দরে পৌঁছাবে।


জিটুজির ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানীকৃত ২৩ হাজার টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। অন্যদিকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানীকৃত সাড়ে সাত হাজার টন চাল নিয়ে এমভি আলফা নামের আরেকটি জাহাজ ও মোংলা বন্দরে এসে পৌঁছেছে।


এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানীকৃত চাল নিয়ে শনি ও রোববার আরো দুটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছাবে। জাহাজ দুটি যথাক্রমে সাড়ে ৮ হাজার ও ১০ হাজার টন চাল বহন করছে।

 

খাদ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এর আগে গত বুধবার খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ১৫ হাজার টন সেদ্ধ চাল ও জিটুজির ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে।

 

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কয়েক দফায় ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি করা হয়েছে। দেশে চালের দাম স্থিতিশীল রাখতে চলতি বছর প্রায় ১০ লাখ টন চাল কেনার পরিকল্পনা রয়েছে।

 

মিয়ানমার ও ভারত থেকে এসেছে ৩০ হাজার টন চাল