ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
মিয়ানমারে সংঘাত, টেকনাফ স্থলবন্দরে আমদানি বন্ধ
১৪ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩০ পিএম
ছবি: সংগ্রহ
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের টেকনাফ স্থলবন্দরের আমদানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মিয়ানমার থেকে নতুন করে কোনো পণ্য আমদানি হচ্ছে না, এবং বন্দরটির কার্যক্রম এখন প্রায় স্থবির হয়ে পড়েছে।
আরও পড়ুন
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানিয়েছেন, মিয়ানমারের দীর্ঘদিনের সংঘাতের কারণে আমদানিতে ব্যাপক ধস নেমেছে। গত এক সপ্তাহ ধরে শুধুমাত্র পুরনো পণ্য খালাসের কাজ চলছে, এবং মিয়ানমার থেকে শুধুমাত্র একটি মাছবাহী বোট এসেছে।
বন্দর ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, "সপ্তাহখানেক ধরে মিয়ানমার থেকে নতুন কোনো পণ্য আমদানি হয়নি। পরিস্থিতি অনেকটা অবনতির দিকে যাচ্ছে। আগের পণ্য সরবরাহ কাজ চললেও নতুন আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে।"
স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে টেকনাফ স্থলবন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে ৬৪ কোটি ১৯ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের ২৫১ কোটি টাকার তুলনায় অনেক কম।
কাস্টমস কর্মকর্তা এবং আমদানি-রপ্তানিকারকদের মতে, মিয়ানমারের সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান সংঘাত বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের বাণিজ্যে গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের আমদানি-রপ্তানির জন্য টেকনাফ স্থলবন্দর অনেকটাই বন্ধ অবস্থায় রয়েছে, যার ফলে অর্থনৈতিক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- স্থলবন্দরে
- আমদানি
- বন্ধ