ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৪ | ৭:২০ এএম
অনলাইন সংস্করণ
মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে এনেছি
৫ ডিসেম্বর, ২০২৪ | ৭:২০ এএম
![মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে এনেছি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/04/20241204163911_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘আমাদের লক্ষ্য আগামী জুনের মধ্যে মুদ্রাস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা। পরবর্তী অর্থবছরের মাঝে তা ৫ শতাংশে নামানো। আজ বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘টিপিং পয়েন্টস অব রিফর্ম এজেন্ডা ফর দ্যা টার্নঅ্যারাউন্ড অব দ্যা ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ’ শিরোনামে এ আলোচনার আয়োজন করে বিআইবিএম।
গভর্নর আরো বলেন, দেশে টাকা নাই। ৪৮ বিলিয়ন ডলার ছিল রিজার্ভ; যা এখন হয়েছে ২৪ বিলিয়ন। অর্থাৎ বাকি টাকাটা বাইরে চলে গেছে। আমরা যদি আমানত বাড়াতে না পারি, টাকা বাইরে চলে যায়, তাহলে ব্যাংক ও অর্থনৈতিক খাতের প্রবৃদ্ধি হবে না। এই পরিস্থিতি পরিবর্তন করার জন্য টাকা পাচার বন্ধ করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (মিগা) ড. জুনায়েদ কামাল আহমদ, বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর কবির আহাম্মদ, মো. জাকির হোসেন চৌধুরী, মো. হাবিবুর রহমান ও নূরুন নাহার প্রমুখ।
- ট্যাগ সমূহঃ
- মুদ্রাস্ফীতি
- নামিয়ে এনেছি
![মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে এনেছি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)