ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ
মুনাফা ১১থেকে ১৩ শতাংশ
৩০ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৪ এএম
![মুনাফা ১১থেকে ১৩ শতাংশ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/30/20250130093407_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সরকারি কর্মচারীদের জন্য সঞ্চয়পত্রের তুলনায় বেশি মুনাফা অর্জনের সুযোগ এসেছে। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) তে টাকা জমা রেখে তারা সঞ্চয়পত্রের থেকে অধিক মুনাফা পাবেন। এই দুটি তহবিলে সর্বনিম্ন ১১ শতাংশ এবং সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, রাষ্ট্রপতির আদেশে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে, যাতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য জিপিএফ মুনাফার হার স্ল্যাব অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
এতে তিনটি স্ল্যাব রাখা হয়েছে: ১১, ১২, ও ১৩ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের মতোই সিপিএফ এবং জিপিএফের মুনাফার হার ও স্ল্যাব একই রকম রয়েছে।
মুনাফার হার নির্ধারণের স্ল্যাব অনুসারে:
- ১৫ লাখ টাকার মধ্যে টাকা জমা রাখলে ১৩ শতাংশ মুনাফা পাওয়া যাবে।
- ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ পর্যন্ত জমা রাখলে ১২ শতাংশ মুনাফা পাওয়া যাবে।
- ৩০ লাখ ১ টাকা বা তার বেশি জমা রাখলে ১১ শতাংশ মুনাফা পাওয়া যাবে।
সিপিএফের জন্য বলা হয়েছে, বিভিন্ন সংস্থার আর্থিক অবস্থার ভিত্তিতে তারা নিজস্ব সামর্থ্য অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে। জিপিএফে বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারীরা টাকা জমা রাখেন, আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা সিপিএফে টাকা জমা রাখেন।
এছাড়া, জাতীয় সঞ্চয় অধিদফতরের আওতায় বিভিন্ন সঞ্চয় স্কিমের মুনাফার হার ২০২৫ সালের জানুয়ারি থেকে বৃদ্ধি পেয়েছে। নতুন হার ১২.২৫% থেকে ১২.৫৫% পর্যন্ত হয়েছে। এই স্কিমগুলোর মধ্যে রয়েছে পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট।
সঞ্চয়পত্রের দুটি ধাপ রয়েছে:
- প্রথম ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা সাড়ে ১২% থেকে ১২.৫৫% পর্যন্ত মুনাফা পাবেন।
- দ্বিতীয় ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীরা ১২.২৫% থেকে ১২.৩৭% পর্যন্ত মুনাফা পাবেন।
এছাড়া, মুনাফার হার ছাড়াও সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়ন করা হলে বিভিন্ন হার পাবেন বিনিয়োগকারীরা, যা সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী পরিবর্তিত হবে।
এ সকল তথ্য জানুয়ারির প্রথম থেকেই কার্যকর হয়েছে এবং আগামী ৬ মাসে মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে।
![মুনাফা ১১থেকে ১৩ শতাংশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)