ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৫০:৫১ পিএম

মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০ পিএম

মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

ছবি: সংগ্রহ

মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে গত ১ ফেব্রুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে।

 

রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, এই আইন ভঙ্গ করলে ২৩০ ডলার জরিমানা গুনতে হবে। কিরগিজস্তানের আইনপ্রণেতারা বলেছেন, নিরাপত্তার জন্য নিকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে- যেন প্রকাশ্যে মানুষের মুখ দেখা যায় এবং তাদের চিহ্নিত করা যায়।


তবে দেশটির বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, এই আইনের ফলে নারীরা কী পরবে- তাদের এই স্বাধীনতা খর্ব হবে।

 

গত কয়েক বছর ধরে দেশটিতে নিকাব নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। তবে শেষমেশ দেশটিতে নিকাব নিষিদ্ধ হলো। এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না।


রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তান ছাড়াও মধ্য এশিয়ার তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানে স্কুল, অফিস ও সরকারি ভবনে হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে।

মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ