ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:২৬:৩২ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪ | ৩:০ পিএম

অনলাইন সংস্করণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ : পরিকল্পনা উপদেষ্টা

২৪ ডিসেম্বর, ২০২৪ | ৩:০ পিএম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ :  পরিকল্পনা উপদেষ্টা

ছবি: সংগ্রহ

দেশের অর্থনৈতিক সমস্যা বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হলেও এটি সরকারের অন্যতম অগ্রাধিকার। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

 


ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “আমাদের রেমিট্যান্স বেড়েছে এবং বৈদেশিক লেনদেনে ভারসাম্য এসেছে। তবে মূল্যস্ফীতিতে এখনো তেমন পরিবর্তন হয়নি। সংকোচনমূলক মুদ্রানীতি, বাজার ব্যবস্থাপনা এবং রাজস্বনীতির সমন্বয়ের মাধ্যমে এর সমাধান সম্ভব।” তিনি আরও বলেন, “মুদ্রাস্ফীতির সমাধান শুধু হার কমিয়ে নয়; দ্রব্যের প্রকৃত চাহিদা নিরূপণ ও সরবরাহ নিশ্চিত করাই মূল চাবিকাঠি।”

 

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমছে না। বাজারে প্রতিযোগিতার অভাব, ব্যবসায়ী সিন্ডিকেট এবং সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলোকে সরকারকে নজরে রাখতে হবে।”

 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে ট্যাক্স কমিয়েও পণ্যের দাম কমানো যাচ্ছে না। এসব সমস্যার সমাধান জরুরি।”

 

একনেক বৈঠকে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলনসহ ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩১ কোটি ৩২ লাখ টাকা।

 


কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প: আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প এবং কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ। পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প রাবার গাছ কর্তন, পুনঃবাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন।বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্প ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের প্রসেস প্লান্ট স্থাপন এবং রশিদপুর কূপ খনন। রেলপথ প্রকল্প পূর্ব ও পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেট পুনর্বাসন ও মান উন্নয়ন। বাতিল প্রকল্প মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প।

 


ড. ওয়াহিদ উদ্দিন বলেন, “প্রকল্প নেওয়ার সময় পরিবেশ অধিদপ্তরকে সম্পৃক্ত করতে হবে। যাতে প্রকল্প পরিবেশবান্ধব হয় এবং আর্থিকভাবে লাভজনক হয়।”

 


বর্তমানে সংসদ সদস্যদের অনুপস্থিতিতে স্থানীয় প্রশাসন ও উপদেষ্টারা সরাসরি জনগণের সমস্যার সমাধানে কাজ করছেন। সড়ক ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট এলাকার সমস্যাগুলো চিহ্নিত করতে স্থানীয় প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে।

 


বর্তমান সরকার দায়িত্ব নিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছে। নিত্যপণ্যে শুল্কছাড়, বাজার নিয়ন্ত্রণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

 

নির্দেশনা: চলমান অর্থনৈতিক সমস্যা সমাধানে পরিকল্পিত বাজেট প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন একনেক চেয়ারপারসন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ :  পরিকল্পনা উপদেষ্টা