ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:০৪:৪২ এএম

মেক্সিকো সীমান্তে ১৫০০ সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্প

২৩ জানুয়ারি, ২০২৫ | ৯:৩০ পিএম

মেক্সিকো সীমান্তে ১৫০০ সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্প

ছবি: সংগ্রহ

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে এক হাজার সেনা সদস্য ও ৫০০ নৌ সদস্য মোতায়েন করা হবে। অনুপ্রবেশকারীদের বাধা দেয়ার পাশাপাশি অন্যান্য সীমান্ত মিশন নিয়ে কাজ করবেন তারা।

 

ডোনাল্ড ট্রাম্পের কঠোরভাবে অভিবাসন দমনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ জানুয়ারি) হোয়াইট হাউস সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আদেশের পুরো বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরা।


যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, এই সেনাদের মধ্যে ৫০০ জন মেরিন অন্তর্ভুক্ত রয়েছে। সীমান্তে তাদের ভূমিকা আইন প্রয়োগ সংশ্লিষ্ট থাকবে না বলে ধারণা করা হচ্ছে।


বিবিসির প্রতিবেদন অনুসারে, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে এক হাজার সেনা সদস্য ও ৫০০ নৌ সদস্য মোতায়েন করা হবে। অনুপ্রবেশকারীদের বাধা দেয়ার পাশাপাশি অন্যান্য সীমান্ত মিশন নিয়ে কাজ করবেন তারা।

 

এছাড়া, মেক্সিকো সীমান্তে দুটি সি-১৭ ও দুটি সি-১৩৭ উড়োজাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হচ্ছে।

 

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রচারণার অন্যতম বিষয় ছিল অভিবাসন। তাই সেনা মোতায়েনের ঘটনা প্রত্যাশিতই ছিল। সোমবার শপথ নেয়ার পরপরই এই রিপাবলিকান নেতা একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেন। নির্বাহী আদেশে তিনি বলেন, আমেরিকার সার্বভৌমত্ব আক্রমণের মুখে। গত ৪ বছরে এই আগ্রাসন আমাদের দেশে ব্যাপক বিশৃঙ্খলা এবং দুর্ভোগ সৃষ্টি করেছে।

 

মেক্সিকো সীমান্তে এরইমধ্যে আনুমানিক ২,৫০০ মার্কিন ন্যাশনাল গার্ড সদস্য এবং রিজার্ভ সেনা মোতায়েন রয়েছে। এর পাশাপাশি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনে ৪৫ হাজারেরও বেশি কর্মী কাজ করে।

মেক্সিকো সীমান্তে ১৫০০ সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্প