ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৪ | ৩:২২ পিএম
অনলাইন সংস্করণ
মেগা প্রকল্প: নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, বললেন পরিকল্পনা উপদেষ্টা
১৯ আগস্ট, ২০২৪ | ৩:২২ পিএম
![মেগা প্রকল্প: নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, বললেন পরিকল্পনা উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/19/20240819152135_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
মেগা প্রকল্পের সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ঠিকাদারদের স্বার্থে বড় (মেগা) প্রকল্প নেয়া হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে নেয়া হয়নি। এটা (মেগা প্রকল্প) নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এগুলো নিয়ে এগুব নাকি এগুব না।
সোমবার (১৯ আগস্ট) নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মেগা প্রকল্প বা বড় প্রকল্পের বিষয়ে কোনো নীতি নেই। এগুলো নির্ভর করবে করবে কোন পর্যায়ে আছে। প্রকল্পের বিষয়ে সময় একটা বড় বিষয়। এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এগুলো নিয়ে এগুব নাকি এগুব না। কিছু খরচ হয়ে গেলেই প্রকল্প শেষ করতে হবে বিষয়টা এমন না। কিন্তু যৌক্তিক অর্থনৈতিক বিবেচনা হলো- কত খরচ করেছি তা না, বাকি কাজ করতে কত লাগবে এটা বড় বিষয়। পুরো প্রকল্প থেকে কত সুবিধা পাব এটাই বিষয়। প্রকল্পে লাভ-ক্ষতি দেখতে হবে। কিছু খরচ হয়ে গেছেই বলেই মানসিক চাপ থাকবে, প্রকল্প শেষ করতে হবে বিষয়টা এমন নয়। এটা অর্থনীতির যুক্তিতে চলে না।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে দুর্নীতির বিষয়ে আবার নতুন করে বলতে হবে না। এটা বন্ধে আমরা কাজ করছি। আমরা কিছু কাজ করব। বড় প্রকল্পে নকশা কেন সংশোধন করা হলো এটা আমরা ক্ষতিয়ে দেখব। ভবিষ্যতে যাতে ভুল না করি এটা নিয়ে প্রতিবেদন তৈরি করব।
তিনি আরো বলেন, ব্যয় সংকোচনে উন্নয়ন ব্যয় কমানোর বড় জায়গা। প্রকল্প যাচাই করা জরুরি। প্রকল্পে বিশৃঙ্খলা আছে। অনেক বড় প্রকল্পে সমস্যা আছে। প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া হয়েছে এটা স্কুটিনি করে ছাটাই করতে হবে। চলমান থাকলে রাখতে হবে বিষয়টি এমন নয়। প্রকল্পে বিশৃঙ্খলা আছে। নকশা, ব্যয়, সময়সীমা নিয়ে অনিয়ম আছে। অনেক প্রকল্পে দুর্নীতি আছে যা কম খরচে হতে পারত, কিন্তু নকশার কারণে ত্রুটি আছে। বিশ্বের মধ্যে বাংলাদেশে প্রকল্পে বেশি খরচ হয়। অনেক প্রকল্প আছে, কেন আছে জানি না। দেশীয় ঠিকাদার আছে সেগুলো বাদ দেয়া হবে। প্রকল্প ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়।
বিবিএসের প্রকাশিত তথ্যের সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য মূল্যস্ফীতি-জিডিপি সূচক নিয়ে বহুদিন ধরে সন্দেহ আছে। এগুলো সমন্ধে সব জানি। বহুদিন ধরে কাজ করেছি, কোথায় ত্রুটিবিচ্যুতি আছে তা দেখা হবে।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ে অনেক সন্দেহ আছে। কোথায় ত্রুটি আছে সেটা দেখা হবে। বহুদিন ধরে সন্দেহ রয়েছে এগুলো সঠিক তথ্য দেয় না। এগুলো সমন্ধে সব জানি। বহুদিন ধরে কাজ করেছি, এখন সরাসরি কাজ করব। কেথায় ত্রুটিবিচ্যুতি আছে ইচ্ছেকৃতভাবে এটা করা হচ্ছে কিনা দেখা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি বা অভিভাবক নিরুদ্দেশ। দেশে এ মুহূর্তে ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টির বেশি ভিসিসহ উর্ধ্বতন কর্মকর্তা সবাই নিরুদ্দেশ।
শিক্ষা উপদেষ্টা বলেন, সব বিশ্ববিদ্যালয় চালু করতে আমাদের কি ধরনের চ্যালেঞ্জ হবে সবাই জানেন। সব বিশ্ববিদ্যালয় চালু করা বিরাট সমস্যা। অধিকাংশ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন, এগুলোতে প্রথমজন নেই, দ্বিতীয়জন, তৃতীয়জন, চতুর্থ জন নেই। কাজেই কাকে দিয়ে চালু করব? সারা দেশে প্রশাসনের একই অবস্থা।
- ট্যাগ সমূহঃ
- উপদেষ্টা
- মেগা প্রকল্প
- পরিকল্পনা
![মেগা প্রকল্প: নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, বললেন পরিকল্পনা উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)