ঢাকা রবিবার, ৬ জুলাই, ২০২৫ - ১:০৪:৫৬ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪ | ৫:০ এএম

অনলাইন সংস্করণ

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

১৮ ডিসেম্বর, ২০২৪ | ৫:০ এএম

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন

ছবি: সংগ্রহ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ১১০টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ৩০ পয়সা পয়সা বা ৭ দশমিক ১২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

 


দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ৯৭ শতাংশ। আর ৪ দশমিক ৮৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নিউলাইন ক্লোথিং, তুং হাই নিটিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার লিজিং এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

মেঘনা পেট্রোলিয়ামের সর্বোচ্চ দরপতন