ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪২ এএম
অনলাইন সংস্করণ
মেটাভার্স অভিজ্ঞতা বাড়াতে এআই মডেল আনছে মেটা
১৫ ডিসেম্বর, ২০২৪ | ৬:৪২ এএম
![মেটাভার্স অভিজ্ঞতা বাড়াতে এআই মডেল আনছে মেটা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/14/20241214161601_original_webp.webp)
ছবি: সংগ্রহ
‘মেটা মোটিভো’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রকাশ করছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা। এটি মেটাভার্স অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি মানুষের মতো ডিজিটাল এজেন্টের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে।
কোম্পানিটি এআই, অগমেন্টেড রিয়ালিটিসহ অন্যান্য মেটাভার্স প্রযুক্তিতে বিনিয়োগের জন্য শত শত কোটি ডলার ঢালছে। ফলে, ২০২৪ সালে মেটার মূল ব্যায়ের পূর্বাভাস তিন হাজার ৭০০ কোটি ডলার থেকে বেড়ে চার হাজার কোটি ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
“আমরা বিশ্বাস করি গবেষণাটি মেটাভার্সে একদম বাস্তবের মতো এজেন্টদের জন্য পথ তৈরি করতে পারে, যা আরও প্রাণবন্ত এনপিসি, অ্যানিমেশন চরিত্র তৈরির পাশাপাশি নতুন ধরনের ‘ইমার্সিভ অভিজ্ঞতা’ দিতে পারে।” – এক বিবৃতিতে বলেছে কোম্পানিটি।
‘ডিজিটাল অ্যাভাটার’ বা ডিজিটাল কার্টুন চরিত্রগুলোর অঙ্গ নিয়ন্ত্রণকে আরও বাস্তবসম্মত করবে মেটা মোটিভো। ফলে এগুলো আসল মানুষের মতো নাড়াচাড়া করতে পারবে বলে জানিয়েছে কোম্পানিটি।
মেটা আরও জানিয়েছে, কোম্পানিটি ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য ‘লার্জ কনসেপ্ট মডেল’ নামের ভিন্ন ধরনের প্রশিক্ষণ মডেল চালু করছে, যা কেবল ভাষা উপস্থাপন করবে না, যুক্তিও খণ্ডাবে।
“সাধারণ এলএলএম প্রযুক্তি থেকে অনেকটাই আলাদা এলসিএম। এটি কেবল পরবর্তী টোকেন বা কথা বোঝার পরিবর্তে একটি মাল্টিমোডাল বা ‘মাল্টিলিঙ্গুয়াল’ মডেলে এক লাইনের প্রম্পটের ধারণা বা উঁচু স্তরের চিন্তা বুঝতে প্রশিক্ষণ দেওয়া হয়।”
- ট্যাগ সমূহঃ
- মেটা
![মেটাভার্স অভিজ্ঞতা বাড়াতে এআই মডেল আনছে মেটা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)