ঢাকা বুধবার, ২ জুলাই, ২০২৫ - ৩:৩৪:৫৮ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৪ মার্চ, ২০২৫ | ৩:১০ পিএম

অনলাইন সংস্করণ

মেট্রোরেলের ভেতরে থাকবেন এমআরটি পুলিশ

৪ মার্চ, ২০২৫ | ৩:১০ পিএম

মেট্রোরেলের ভেতরে থাকবেন এমআরটি পুলিশ

ছবি: সংগ্রহ

মেট্রোরেলের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে প্রতি সেট ট্রেনের (৬টি কোচ) ভেতরে দুজন করে এমআরটি পুলিশ সদস্য নিযুক্ত করা হবে। এছাড়া, মেট্রোরেলের স্টেশনগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য উপস্থিত থাকবেন।

 

 

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার গোমস্তা মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন এবং জানান যে, নতুন নিরাপত্তা ব্যবস্থা আজ থেকে কার্যকর হবে।

 

 

২০২৩ সালের নভেম্বর থেকে মেট্রোরেল ও স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ শুরু করে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ। এর মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা এবং মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মেট্রোরেলের ভেতরে থাকবেন এমআরটি পুলিশ