ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
মোংলা বন্দর উন্নয়নে নির্মিত হচ্ছে নতুন ৬টি জেটি
১ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৩৮ পিএম
![মোংলা বন্দর উন্নয়নে নির্মিত হচ্ছে নতুন ৬টি জেটি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/01/20250201143755_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দরে আরও ছয়টি জেটি নির্মাণের কাজ শুরু হয়েছে, যার মধ্যে ৩ ও ৪ নম্বর জেটির নির্মাণকাজ ৬২ শতাংশ সম্পন্ন হয়েছে। দুটি জেটি নির্মাণে মোট ব্যয় হবে ৮০০ কোটি টাকা। পাশাপাশি, ১ ও ২ নম্বর জেটি নির্মাণের প্রস্তাবনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১১ ও ১২ নম্বর জেটির নির্মাণ পরিকল্পনা বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মোংলা বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বেড়েছে। এজন্য বন্দরের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা ছিল। নতুন ছয়টি জেটি নির্মাণের মাধ্যমে বন্দরের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং পণ্য হ্যান্ডলিংয়ে গতি আসবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটি নির্মাণ প্রকল্পের পরিচালক ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, নতুন জেটিগুলোর নির্মাণ কাজ শেষ হলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। এতে পণ্য ওঠানামায় জটিলতা কমে যাবে এবং চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানো সম্ভব হবে।
বিশেষজ্ঞরা বলছেন, মোংলা বন্দর আধুনিকায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল, নেপাল, ভুটান এবং ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর পণ্য পরিবহন আরও সহজ এবং দ্রুত হবে। বন্দরের পরিবহন খরচও কমবে, যা ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে।
মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা বৃদ্ধি পেলে এটি দেশের প্রধান অর্থনৈতিক হাব হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। এখন পর্যন্ত বন্দরে পাঁচটি জেটি তৈরি করা হয়েছে, যা পণ্য হ্যান্ডলিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। নতুন ছয়টি জেটি নির্মাণের পর, মোংলা বন্দর আন্তর্জাতিক বাজারে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, মোংলা বন্দরের উন্নয়নে চলমান প্রকল্পগুলোর মধ্যে পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং শেষ হলে জাহাজ হ্যান্ডলিং সুবিধা আরও বাড়ানো হবে। এছাড়া, 'আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্প' শেষ হলে বছরে ১ কোটি ৫০ লাখ টন কার্গো এবং ৪ লাখ টিইইউজ কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা তৈরি হবে।
২০২৩-২৪ অর্থবছরের তথ্য অনুযায়ী, মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজের আগমন ২.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কার্গো পরিবহনে ৯.৭২ শতাংশ এবং কনটেইনার পরিবহনে ১৬.৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর পাশাপাশি, গাড়ি আমদানি ১৩ শতাংশ বেড়েছে।
এভাবে মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের ফলে বাণিজ্যিক কার্যক্রম আরও দ্রুত ও সাশ্রয়ী হবে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- ট্যাগ সমূহঃ
- মোংলা বন্দর
- উন্নয়নে
- নির্মিত
- ৬টি জেটি
![মোংলা বন্দর উন্নয়নে নির্মিত হচ্ছে নতুন ৬টি জেটি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)