ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৫ | ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ
মোবাইল ইন্টারনেটে সুখবর, প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা
১৩ জানুয়ারি, ২০২৫ | ১০:১৭ এএম
![মোবাইল ইন্টারনেটে সুখবর, প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/13/20250113101225_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে সীমা তুলে নিয়েছে, ফলে গ্রাহকরা এখন থেকে ঘণ্টাভিত্তিক প্যাকেজও কিনতে পারবেন। নতুন নির্দেশনায় গ্রাহককেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিটিআরসি গতকাল রোববার (১২ জানুয়ারি) এই নির্দেশিকা জারি করে জানায়, ২০২৩ সালের অক্টোবরে শেষবারের মতো মোবাইল গ্রাহকদের জন্য ৭, ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৪০টি ডাটা প্যাকেজের অফারের সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে, মোবাইল অপারেটরদের পক্ষ থেকে আপত্তি জানানোয়, প্রায় ১৫ মাস পর ইন্টারনেট প্যাকেজ বিক্রির শর্তগুলো শিথিল করা হলো।
নতুন নির্দেশিকার আওতায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ অফার করতে পারবে। নিয়মিত প্যাকেজ সর্বনিম্ন ১৫ দিনের মেয়াদ। গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ: সর্বনিম্ন ৩ দিনের মেয়াদ। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ: সর্বনিম্ন ৭ দিনের মেয়াদ।
এছাড়া, অপারেটররা ঘণ্টাভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজও অফার করতে পারবে, গ্রাহকের স্বার্থ এবং আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে। নতুন নির্দেশনা অনুযায়ী, ঘণ্টাভিত্তিক প্যাকেজে সর্বোচ্চ ২০০ এমবি, এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি, দুদিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি ডেটা দেওয়া যাবে।
গ্রাহকদের সুবিধার জন্য ‘ফ্লেক্সিবল প্ল্যান’ এবং মেয়াদবিহীন প্যাকেজেরও ব্যবস্থা রাখা হয়েছে। তবে, এসব প্যাকেজের জন্য সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। কোন প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএস মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে।
আরো একটি সুবিধা হলো, যদি কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা থাকে, তবে তা ‘ক্যারি ফরওয়ার্ড’ হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ, যদি গ্রাহক একই প্যাকেজ পুনরায় কেনেন, তবে আগের প্যাকেজের অব্যবহৃত ডেটা পরের প্যাকেজে ব্যবহার করা যাবে।
তবে, নতুন নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘণ্টাভিত্তিক কোনো প্যাকেজ অফার করতে পারবে না মোবাইল অপারেটররা।
এছাড়াও, গ্রাহকদের সুবিধার জন্য অপারেটরদের এখন আরও বেশি নমনীয়তা প্রদান করা হয়েছে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা বলে মনে করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- মোবাইল
- ইন্টারনেটে
- সুখবর
- প্যাকেজ নিয়ে
- বিটিআরসির
![মোবাইল ইন্টারনেটে সুখবর, প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)