ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৯ এএম
অনলাইন সংস্করণ
যাত্রীদের র্যাপিড পাস কিনতে বলছে মেট্রোরেল কর্তৃপক্ষ
২১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৯ এএম
![যাত্রীদের র্যাপিড পাস কিনতে বলছে মেট্রোরেল কর্তৃপক্ষ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/21/20241221090903_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে যাতায়াতের জন্য যাত্রীদের এমআরটি পাসের পরিবর্তে র্যাপিড পাস ব্যবহারের অনুরোধ জানিয়েছে। তবে, পূর্বে কেনা এমআরটি পাসও চালু থাকবে এবং তা ব্যবহার করা যাবে।
গতকাল রাত ৯টার দিকে ডিএমটিসিএলের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে মেট্রো স্টেশনগুলোতে র্যাপিড পাস বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের জন্য র্যাপিড পাস কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে, এমআরটি পাস ব্যবহারকারীরাও তাদের কার্ড যথারীতি রিচার্জ করে যাতায়াত চালিয়ে যেতে পারবেন।
ডিএমটিসিএল আরও জানায়, সিঙ্গেল জার্নি টিকিটের স্বল্পতা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।
এছাড়া, যাত্রীদের হাতে যথেষ্ট সময় নিয়ে স্টেশনে আসার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।
নতুন র্যাপিড পাস ব্যবহারের মাধ্যমে যাত্রীসেবায় উন্নয়ন ও ব্যবস্থাপনায় গতিশীলতা আনাই ডিএমটিসিএলের উদ্দেশ্য। পাশাপাশি, এমআরটি পাস এবং র্যাপিড পাসের সমন্বয়ে যাত্রীদের জন্য আরও সহজ ও দ্রুতগতির সেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।
![যাত্রীদের র্যাপিড পাস কিনতে বলছে মেট্রোরেল কর্তৃপক্ষ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)