ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৪ | ৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
যুক্তরাষ্ট্রের দুই শহরে চালু হচ্ছে ‘এয়ার ট্যাক্সি’ সেবা
৮ অক্টোবর, ২০২৪ | ৭:৩০ পিএম
![যুক্তরাষ্ট্রের দুই শহরে চালু হচ্ছে ‘এয়ার ট্যাক্সি’ সেবা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/08/20241008144650_original_webp.webp)
ছবি: সংগ্রহ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসে আগামী বছরে চালু হতে যাচ্ছে ইলেক্ট্রিক এয়ার ট্যাক্সি সেবা। এরই মধ্যে পরীক্ষামূলক ওড়ানসহ অনুমোদনের গুরুত্বপূর্ণ ধাপ পেরোনো এই সার্ভিস যুক্ত করা হয়েছে জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি উবারে।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট পেলে আগামী বছর থেকে ‘জবি অ্যাভিয়েশন ফ্লিটের’ এই এয়ার ট্যাক্সি সার্ভিস যাত্রা শুরু করবে। নিউইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে যুগান্তকারী বাহন এই এয়ার ট্যাক্সি সার্ভিসের প্রদর্শনীতে ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভীড়।
জবি অ্যাভিয়েশন ফ্লিটের এই এয়ার ট্যাক্সি একবার চার্জে দুইশ মাইল গতিতে দেড়শ মাইল পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম। আগামী বছর পরিবেশবান্ধব এই ট্যাক্সি সার্ভিস নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেস চালু হবার কথা রয়েছে। এর ফলে জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস উবারে পাওয়া যাবে এয়ার ট্যাক্সি সেবা।
জবি অ্যাভিয়েশন ফ্লিটের প্রতিষ্ঠাতা এবং সিইও জোবেন বেভার্ট বলছেন, ট্রান্সপোর্টেশন সেক্টরে বিপ্লব ঘটাবে তাদের এই বাহন।
জবি অ্যাভিয়েশনের বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা অ্যান্ডি ব্রেম জানান, সাধারণ হেলিকপ্টারের আওয়াজের তুলনায় ১০০ গুন কম শব্দ করে জবি এয়ার ট্যাক্সি।চারজন যাত্রী বহন করা ছাড়াও লাগেজ বহনের জন্য আলাদা করে চেম্বার রাখা হয়েছে এই এয়ার ট্যাক্সিতে। অ্যান্ডি ব্রেম জানান, ম্যানহাটন থেকে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত ৭ মিনিটে যেতে ২০০ ডলার খরচ করতে হবে একজন যাত্রীকে।
এরই মধ্যে পরীক্ষামূলক ওড়ানসহ অনুমোদনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে জবি এয়ার ট্যাক্সি। সবশেষ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট পেলে যুগান্তকারী এই বাহনের সেবা আগামী বছরেই শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন অ্যান্ডি ব্রেম।
- ট্যাগ সমূহঃ
- ট্যাক্সি
![যুক্তরাষ্ট্রের দুই শহরে চালু হচ্ছে ‘এয়ার ট্যাক্সি’ সেবা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)