ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ মার্চ, ২০২৫ | ১১:২১ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনীতিতে অস্থিরতা
১১ মার্চ, ২০২৫ | ১১:২১ এএম

ছবি: সংগ্রহ
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির শুল্ক নীতি যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প ভবিষ্যতে মন্দা নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে স্বীকার করেছেন যে শুল্ক বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বাড়তে পারে। ফেডারেল রিজার্ভের পূর্বাভাস অনুযায়ী, অর্থনীতির সংকোচন সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে চীন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, চীন মুরগি, গম ও ভুট্টার ওপর ১৫ শতাংশ এবং সয়াবিন, গরুর মাংস, শূকরের মাংস ও ফলের ওপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছে। তবে আগামী ১২ এপ্রিলের মধ্যে আমদানি হওয়া পণ্য নতুন শুল্কের আওতামুক্ত থাকবে।
শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের কৃষকরা চাপে পড়েছেন। অন্যদিকে, ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ট্রাম্পের শুল্ক নীতিকে সমর্থন করছেন। কারণ এতে কানাডার সস্তা ইস্পাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনামূলক দামি ইস্পাতশিল্প প্রতিযোগিতা করতে পারবে।
ট্রাম্প প্রথমে কানাডা ও মেক্সিকোর ওপর কঠোর শুল্ক আরোপ করলেও বাজারের প্রতিক্রিয়ার কারণে তা শিথিল করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক নীতিতে তাঁর অনিশ্চিত অবস্থান প্রশাসনের ভেতরেই বিরোধিতা সৃষ্টি করেছে। পাশাপাশি, সরকারি ব্যয় সংকোচনের পরিকল্পনাতেও পরিবর্তন এনেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি ট্রাম্পের শুল্ক নীতির কারণে এক অনিশ্চিত পর্যায়ে রয়েছে। বিনিয়োগকারীরা উদ্বিগ্ন, কৃষকরা ক্ষতিগ্রস্ত, তবে কিছু শিল্প উপকৃত হচ্ছে। বাণিজ্য উত্তেজনা হ্রাসে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও শুল্ক নীতির দীর্ঘমেয়াদি প্রভাব এখনো অনিশ্চিত।
- ট্যাগ সমূহঃ
- যুক্তরাষ্ট্রের
- বাণিজ্য
- অর্থনীতিতে
- অস্থিরতা
