ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৭:৫১ পিএম

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন রোধে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

১৯ নভেম্বর, ২০২৪ | ৯:৩৯ এএম

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন রোধে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করার পরিকল্পনা করছেন। প্রয়োজনে এ কাজে সামরিক বাহিনীও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

 

ট্রাম্প তার প্রথম মেয়াদে সীমান্তে প্রাচীর নির্মাণ শুরু করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল অবৈধ অভিবাসন বন্ধ করা। এবারের নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রকে "অবৈধ অভিবাসনমুক্ত" করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

 

ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একজন রক্ষণশীল অধিকারকর্মীর অভিমত শেয়ার করে তিনি মন্তব্য করেন, "সত্যি।" ঐ পোস্টে বলা হয়েছিল, "বাইডেন প্রশাসনের কারণে অভিবাসন নিয়ন্ত্রণ প্রকল্পটি বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্প তা পুনরায় চালু করতে প্রস্তুত।"

 

 

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। তিনি অভিবাসন নিয়ন্ত্রণে কট্টরপন্থী টম হোম্যানকে দায়িত্ব দিয়েছেন।

 

 

সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী বসবাস করছে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে অন্তত ২ কোটি পরিবার এতে সরাসরি প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন রোধে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প