ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
যুক্তরাষ্ট্রে এক দশকের মধ্যে প্রথম হামে আক্রান্ত হয়ে মৃত্যু
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০ পিএম

ছবি: সংগ্রহ
চলতি বছরে এখন পর্যন্ত টেক্সাস ও নিউ মেক্সিকোতে ১৩০-এর বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই টিকা নেননি।
যুক্তরাষ্ট্রে এক দশকের মধ্যে প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। টেক্সাসে ছড়িয়ে পড়া এই সংক্রমণের মধ্যে টিকা না নেয়া এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। খবর আল জাজিরা।
টেক্সাসের লুবক শহরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয় বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে টিকাদানের হার কমে যাওয়ার ফলে হামের সংক্রমণ বাড়ছে। একই সঙ্গে, টিকা নিয়ে সন্দেহপ্রবণ রবার্ট এফ কেনেডি জুনিয়রকে দেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ট্রাম্পের নিয়োগ দেয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।
চলতি বছরে এখন পর্যন্ত টেক্সাস ও নিউ মেক্সিকোতে ১৩০-এর বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই টিকা নেননি।
বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ সংক্রমণ মেনোনাইট খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই সম্প্রদায়ের অনেকেই সাধারণত টিকার বিষয়ে সন্দেহপ্রবণ।
বুধবার ট্রাম্পের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে রবার্ট এফ কেনেডি জুনিয়র হামের সংক্রমণকে গুরুত্বহীন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ বছর এখন পর্যন্ত দেশে চারবার হামের প্রাদুর্ভাব হয়েছে। গত বছর ছিল ১৬টি। তাই এটি নতুন কিছু নয়। হামের সংক্রমণ প্রতি বছরই হয়।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ ১,২৭৪ জন হামে আক্রান্ত হয়েছিলেন। তবে কোভিড-১৯ মহামারির সময় সংক্রমণ কমে যায়।
