ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৪ | ১০:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
যুক্তরাষ্ট্রে মন্দা আশঙ্কার মাঝে বেড়েছে খুচরা বিক্রি
২৬ আগস্ট, ২০২৪ | ১০:০ পিএম
![যুক্তরাষ্ট্রে মন্দা আশঙ্কার মাঝে বেড়েছে খুচরা বিক্রি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/26/20240826170630_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পণ্যমূল্য ও সুদহার দুটোই বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরো দুর্বল হতে পারে বলে বিশ্লেষকরা কিছুদিন আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সম্প্রতি সে উদ্বেগ কিছুটা কমেছে। কারণ গত মাসে খুচরা বিক্রেতাদের কাছে বেড়েছে মার্কিনদের ব্যয়, যা এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ সম্প্রতি জানিয়েছে, জুন-জুলাইয়ে দেশটির খুচরা খাতে বিক্রি ১ শতাংশ বেড়েছে, যা ২০২৩ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। এ সময় গাড়ি, ইলেকট্রনিকস, সরঞ্জাম ও গ্রোসারি পণ্যে বিক্রি উল্লেখযোগ্য বেড়েছে।
খুচরা বিক্রয়সংক্রান্ত জুলাইয়ের তথ্যে দেখা গেছে, উচ্চ সুদহারের চাপে কিছুটা মন্থর হলেও মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো স্থিতিশীল এবং দেশটির প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ভোক্তারা এখনো খরচ করতে ইচ্ছুক।
নাগরিকরা বেশি খরচ করায় জিডিপিতে এর উল্লেখযোগ্য অবদান থাকবে বলে এক পূর্বাভাসে বলেছেন আর্থিক প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলির অর্থনীতিবিদরা। এ বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে বলেছেন, ২০২৩ সালের একই সময়ের তুলনায় জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ। আগের পূর্বাভাসে তারা ২ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছিলেন। তবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রের অর্থনীতির সম্প্রসারণের হার ছিল ২ দশমিক ৮ শতাংশ।
সব মিলিয়ে সর্বশেষ তথ্য এমন এক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ‘সফট ল্যান্ডিংয়ের’ দিকে যাচ্ছে। সফট ল্যান্ডিং বলতে এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে মূল্যস্ফীতি কমানোর জন্য অর্থনীতির গতি যথেষ্ট ধীর হয় কিন্তু মন্দা দেখা দেয় না। যুক্তরাষ্ট্রেও ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি কমানোর জন্য সুদহার এমনভাবে বাড়িয়েছে যাতে মন্দা দেখা না দেয়।
মূল্যস্ফীতি সমন্বয়ের পর যুক্তরাষ্ট্রে গত মাসে বিক্রি বেড়েছে প্রায় শূন্য দশমিক ৮ শতাংশ। মার্কিনদের কেনাকাটার আগ্রহকে প্রতিফলিত না করা গ্যাস স্টেশনের বিক্রি বাদ দিলে দেখা যায় খুচরা কেনাকাটা ১ শতাংশ বেড়েছে।
- ট্যাগ সমূহঃ
- যুক্তরাষ্ট্র
![যুক্তরাষ্ট্রে মন্দা আশঙ্কার মাঝে বেড়েছে খুচরা বিক্রি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)