ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৪১:২৪ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৪ | ৬:৪৯ এএম

অনলাইন সংস্করণ

যৌথবাহিনীর অভিযান: আড়াই টন ভারতীয় চিনি জব্দ

৩০ অক্টোবর, ২০২৪ | ৬:৪৯ এএম

যৌথবাহিনীর অভিযান: আড়াই টন ভারতীয় চিনি জব্দ

ছবি: সংগ্রহ

নেত্রকোণার পূর্বধলায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করেছে।

 

গত সোমবার রাতে উপজেলার জারিয়া বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদের গুদাম থেকে চিনিগুলো জব্দ করা হয় বলে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান।

 

তিনি বলেন, “গোয়েন্দা খবরে ওই গুদামে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় সীমান্ত দিয়ে চোরাচালান হয়ে আসা নিষিদ্ধ ভারতীয় আড়াই হাজার কেজি চিনি জব্দ করা হয়। “এই চিনির বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।”

 

মেজর জিসানুল বলেন, উপজেলার নাটেরকোণা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপন চিনিগুলো গুদামে মওজুদ করেছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। চিনিগুলো পূর্বধলা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

 

যৌথবাহিনীর অভিযান: আড়াই টন ভারতীয় চিনি জব্দ