ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০৫:০৪ পিএম

রমজানের ১১ পণ্য বাকিতে আমদানির সুযোগ

১২ নভেম্বর, ২০২৪ | ১০:১৭ এএম

রমজানের ১১ পণ্য বাকিতে আমদানির সুযোগ

ছবি: সংগ্রহীত

বাংলাদেশ ব্যাংক রমজান মাসে দেশের বাজারে চাহিদা পূরণের লক্ষ্যে ১১ ধরনের গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের আমদানিতে বিলম্বে বিল পরিশোধের সুবিধা দিয়েছে। এ উদ্যোগের ফলে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা এবং খেজুরের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সহজে এবং দ্রুত আমদানি করা সম্ভব হবে।

 

 

সোমবার জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, এই উদ্যোগের আওতায় আমদানিকারকদের ৯০ দিনের মধ্যে বিল পরিশোধের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ, এ সকল খাদ্যপণ্য জাহাজে লোডিংয়ের পর ৯০ দিনের মধ্যে বিল পরিশোধ করতে হবে, যা ব্যবসায়ীদের তাৎক্ষণিক নগদ জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেবে। এতে করে রমজান মাসে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণে সহায়ক হবে।

 

 

এ সিদ্ধান্তের ফলে খাদ্যপণ্যের আমদানি-প্রক্রিয়া সহজ হয়ে ব্যবসায়ীরা আরও উদ্দীপিত হবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, দেশের ভোক্তাবাজারে রমজান মাসে অতিরিক্ত চাহিদা পূরণের জন্য পণ্য সরবরাহ সহজ এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের মতে, বাংলাদেশ ব্যাংকের নতুন এ পদক্ষেপ আমদানি খাতে স্বস্তি এনে দেবে। কারণ এখন থেকে পণ্য বিক্রির পরও তারা বিল পরিশোধ করতে পারবেন, যা বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং দাম কমাতে সহায়তা করবে। এছাড়া, নতুন এই সিদ্ধান্ত ২০২৫ সালের মার্চ পর্যন্ত বহাল থাকবে, যা ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা নিয়ে আসবে।

 

 

এই উদ্যোগের ফলে রমজান মাসে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল থাকায় ভোক্তারা উপকৃত হবেন এবং পণ্য সরবরাহের ক্ষেত্রে যে কোন সংকট এড়ানো সম্ভব হবে।

রমজানের ১১ পণ্য বাকিতে আমদানির সুযোগ