ঢাকা বুধবার, ২ জুলাই, ২০২৫ - ১১:০২:৩২ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৫ মার্চ, ২০২৫ | ৩:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

রমজানে টমেটোর দাম বৃদ্ধি: রোজাদারের চিন্তা বাড়াচ্ছে

৫ মার্চ, ২০২৫ | ৩:৩৩ পিএম

রমজানে টমেটোর দাম বৃদ্ধি: রোজাদারের চিন্তা বাড়াচ্ছে

ছবি: সংগ্রহ

মো সোহাগ : রমজান মাসে প্রতিবারের মতো এবারও বাজারে কিছু পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার খবর শোনা যাচ্ছে, তবে টমেটোর দাম বৃদ্ধির বিষয়টি বেশ আলোচনায় এসেছে। চলতি রমজান মাসের প্রথম সপ্তাহে টমেটোর দাম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এই দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রেণি, অনেকটাই বিপাকে পড়েছে।


বাজারে শীতকালীন শস্য উৎপাদন শেষ হওয়া এবং গরমের মাসে নতুন টমেটো বাজারে আসতে কিছু সময় লেগে যাওয়ার কারণে সরবরাহ সংকট দেখা দিয়েছে। এরই ফলস্বরূপ, দেশের বিভিন্ন বাজারে টমেটোর দাম বাড়ানো হয়েছে। এছাড়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং কিছু মজুদদারির কারণে পরিস্থিতি আরো জটিল হয়েছে।

 

কৃষকদের অভিযোগ, ফসল তোলার পর দ্রুত বাজারে আসতে পারছে না টমেটো, যার ফলে দাম বৃদ্ধির ঘটনা ঘটছে।

 

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের অভাব এবং পরিবহন খরচ বৃদ্ধি ছাড়া দাম বৃদ্ধির অন্য কোনো কারণ নেই।

 

শহরের বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, টমেটোর দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। একজন ক্রেতা জানান, "রমজানে আমাদের অনেক খাবারের খরচ বাড়ছে, তবে এই দাম বাড়ানো আমাদের জন্য একেবারেই কঠিন। অনেক সময় ইফতারে টমেটো ছাড়া খাবারের স্বাদও পুরোপুরি হয় না, কিন্তু এখন দাম এত বেড়ে গেছে যে, অল্প পরিমাণ টমেটো কেনা সম্ভব নয়।"


এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে টমেটোর দাম বৃদ্ধির বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন। 

রমজানে টমেটোর দাম বৃদ্ধি: রোজাদারের চিন্তা বাড়াচ্ছে