ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ
রমজানে সারা দেশে বিশেষ অভিযান চালাবে বিএসটিআই
২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫০ পিএম

ছবি: সংগ্রহ
পবিত্র রমজান মাসে ইফতারিসহ নিত্যপণ্যের মান যাচাই করতে মাঠে নামছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রথম রোজা থেকেই ঢাকা মহানগরসহ সারা দেশে এই অভিযান পরিচালিত হবে। বিএসটিআই শুধুমাত্র ইফতারি পণ্য নয়, শিশু খাদ্য, ফলমূল এবং কসমেটিকস (প্রসাধনী পণ্যের) মানও পরীক্ষা করবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, আগামী ১ বা ২ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হতে পারে, তার আগেই বিএসটিআই তাদের সার্ভিল্যান্স কার্যক্রম আরও জোরদার করবে। রমজান মাসে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও এপিবিএন-এর সহায়তায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হবে। এছাড়া, র্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বিএসটিআইয়ের পক্ষ থেকে বলা হয়, “রমজান মাসে যেন জনগণ মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হবে। বিশেষত, রোজাদাররা যে সব খাবার ও পানীয় গ্রহণ করেন, যেমন- ফুট ড্রিংকস, মুড়ি, খেজুর, সফট ড্রিংকস, ভোজ্যতেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইফতার সামগ্রী ইত্যাদি পণ্যের বিশেষ নজরদারি করা হবে।”
এছাড়া, বিএসটিআইয়ের পাশাপাশি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও এই অভিযানে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে ৪২৮টি মামলা করা হয় এবং ২ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ২৩টি কারখানা সিলগালা করা হয়েছে এবং ৩৮২টি কোর্ট পরিচালনার মাধ্যমে ৬১৫টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে জরিমানা করা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকা।
বিএসটিআই ও অন্যান্য সংস্থাগুলোর অভিযানের মাধ্যমে রমজান মাসে নিত্যপণ্যের মান এবং নিরাপত্তা আরও শক্তিশালী করা হবে।
