ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ২:১৬:৩৮ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২ মার্চ, ২০২৫ | ২:২২ পিএম

অনলাইন সংস্করণ

রমজানে স্থিতিশীল ডালের বাজার

২ মার্চ, ২০২৫ | ২:২২ পিএম

রমজানে স্থিতিশীল ডালের বাজার

রমজান মাস ঘিরে সাধারণত পণ্যের দাম বাড়লেও এবার ডালের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। গত তিন মাসে ডালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে আগামী সপ্তাহে ছোলার ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

 

বাজার পরিস্থিতিরোববার (২ মার্চ) সকালে রাজধানীর মগবাজারের চারুলতা মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে: মাসকলাইয়ের ডাল প্রতি কেজি ২০০ টাকা, মুগ ডাল ১৭০ টাকা, দেশি মসুর ডাল ১৩৫ টাকা, খেসারির ডাল ১১৫ টাকা, ছোলার ডাল ১১৫ টাকা, ভারতীয় মসুর ডাল ১১০ টাকা, ছোলা ১১০ টাকা, ডাবলির ডাল ৭০ টাকা, অ্যাংকর ডাল ৭০ টাকা, বুটের ডালের বেসন ১৪০ টাকা, অ্যাংকর ডালের বেসন ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

 

ব্যবসায়ীদের বক্তব্যমুদি দোকানি আল-আমিন জানান, গত তিন মাসে ডালের দামে পরিবর্তন আসেনি। পাইকারি বাজার থেকে নির্দিষ্ট দামে পণ্য কিনে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। তবে পাইকারি বাজারে ছোলার দাম কিছুটা বেড়েছে, ফলে আগামী সপ্তাহে খুচরা পর্যায়েও ছোলার ডালের দাম বাড়তে পারে।

 

 

ক্রেতাদের প্রতিক্রিয়াবাজারে খেসারি ডাল কিনতে আসা রাফি আহমেদ বলেন, "ডালের দাম প্রতিদিন না কেনার কারণে ঠিকমতো বোঝা যায় না। দোকানিরা কখন ৫/১০ টাকা বাড়িয়ে বা কমিয়ে বিক্রি করে, সেটাও খেয়াল থাকে না। তবে এবার ডালের বাজার মোটামুটি স্বাভাবিক রয়েছে।"

 

 

টিসিবির তথ্যট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ মার্চের তথ্য অনুযায়ী, বাজারে: বড় দানার মসুর ডাল ১০৫-১১০ টাকা, মাঝারি দানার মসুর ডাল ১১০-১২০ টাকা, ছোট দানার মসুর ডাল ১৩০-১৪০ টাকা, মুগ ডাল ১৩০-১৮০ টাকা, অ্যাংকর ডাল ৬০-৮০ টাকা, ছোলা ১০৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। ফেব্রুয়ারি মাসেও এই দাম অপরিবর্তিত ছিল।

 

 

বাজার বিশ্লেষকদের মতে, রমজানে ডালের বাজার স্থিতিশীল থাকলেও ছোলার ডালের দাম কিছুটা বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে বাজারে তেমন বড় ধরনের কোনো অস্থিরতা নেই।

রমজানে স্থিতিশীল ডালের বাজার