ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ
রমজানে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল দেবে সরকার
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫০ পিএম
![রমজানে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল দেবে সরকার](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/13/20250213164039_original_webp.webp)
ছবি: সংগ্রহ
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে আগামী রমজান মাসে ৫০ লাখ পরিবারকে কেজি প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়া, সামনের ঈদ উপলক্ষে এক কোটি পরিবারকে এক লাখ টন চাল উপহার হিসেবে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, "দেশে বর্তমানে খাদ্যশষ্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে, চালের যে কিছুটা সঙ্কট তৈরি হয়েছিল তা কেটে যাবে এবং চালের দামও সহনশীল থাকবে। বর্তমানে দেশে ১৩ লাখ টন চাল ও গম মজুদ রয়েছে।"
এসময় তিনি আরও জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশের সীমান্তে কিছুটা চোরাচালান সৃষ্টি করতে পারে। খাদ্যশষ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, খাদ্যশষ্যের চোরাচালান রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।
সভায় জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![রমজানে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল দেবে সরকার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)