ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৪ | ৪:৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীতে সাবেক অতিরিক্ত সচিবের বাসায় বিদেশি মুদ্রাসহ কোটি টাকা
৪ নভেম্বর, ২০২৪ | ৪:৪ পিএম

ছবি: সংগ্রহীত
রাজধানীর উত্তরায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ কোটি টাকার একটি বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে। রোববার (৪ নভেম্বর) রাতে যৌথবাহিনীর অভিযানে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, একাধিক বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং মূল্যবান ব্র্যান্ডের ঘড়ি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান জানান, অভিযানের কার্যক্রম শুরু হয় রাত ১০টায়, গোপন সংবাদের ভিত্তিতে। চার ঘণ্টা পর সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলে আটক হন।
তিনি আরও বলেন, মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে থানায় গ্রেপ্তার আছেন এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হবে।
অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী এবং পুলিশ একত্রিত হয়ে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালায়। ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেওয়ার আগে আমজাদ হোসেন খানের গ্রামের বাড়ি গাজীপুর সদরে ছিল।
