ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর নন্দীপাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৪৫ পিএম
![রাজধানীর নন্দীপাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/09/20250209144504_original_webp.webp)
ছবি: সংগ্রহ
রাজধানীর নন্দীপাড়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় জাহিদ মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।রবিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের শ্যালক মোহাম্মদ রিয়াজ (সহকর্মী) বলেন, জাহিদ পেশায় নির্মাণ শ্রমিক। তিনি সকালে বাসা থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে নন্দীপাড়া ৯নং রোডের মাথায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
জানা গেছে, এক মেয়ের জনক জাহিদ ভোলার লালমোহন উপজেলার দাউরি গ্রামের কৃষক রবিউল মিয়ার ছেলে। বর্তমানে তিনি নন্দীপাড়া লাল মসজিদ এলাকায় থাকতেন। তার পরিবার থাকে গ্রামে। দুই ভাই দুই বোনের মধ্যে জাহিদ সবার ছোট।
![রাজধানীর নন্দীপাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)