ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ জুলাই, ২০২৪ | ৯:৩০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
রাজনৈতিক এবং অরাজনৈতিক ও কদম আলি
২৭ জুলাই, ২০২৪ | ৯:৩০ এএম
![রাজনৈতিক এবং অরাজনৈতিক ও কদম আলি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/07/27/20240727093523_original_webp.webp)
তোমাকে তো বলেছিলাম এই আন্দোলনে মাথা ও পা বিহীন গোষ্ঠী আশ্রয় নিতে পারে। মাথা ও পা বিহীন গোষ্ঠী বলার কারণ হল একটা রাজনৈতিক দল তার নিজস্ব শক্তি ও কর্মীর দ্বারা সরকারের বিভিন্ন দুর্বলতা ও জনস্বার্থের বিষয় সমূহ তুলে মিছিল মিটিং করে জনগণের স্বার্থ আদায়ের নিজস্ব কর্মসূচির দ্বারা রাস্তায় থাকা হল রাজনীতি, থামলো কদম আলী।
বললাম, বাহ সুন্দর বলেছ তো, এভাবে তো ভেবে দেখি নাই। পরবর্তী অংশ বল।
ও বলল, যাদের মাথা নাই অর্থ চিন্তা ও রাজনীতির মারপ্যাচ বোঝার ক্ষমতা ছাড়া নেতা এবং পা বিহীন অর্থ নায্য দাবি আদায়ে আন্দোলন করার ক্ষমতা হীন কর্মী। নিজেরা কিছু করতে না পারলেও, অন্যের অরাজনৈতিক ইসুর আন্দোলনের উপর ভর করে। সেটা হল অপরাজনীতি, যা ধ্বংস করে মূল ন্যায্য অরাজনৈতিক আন্দোলন। তোমরা বর্তমানে এই গোষ্ঠীর গ্যাড়াকলে আটকা পড়েছে।
বললাম, তোমার কথায় ছোট বেলায় দেখা একটা গাছের কথা, সেটার নাম স্বর্ণ লতা। এটার সামান্য একটা অংশ বরই গাছের উপর ফেলে রাখলে এক সময় পূরা গাছ সে দখল করে ফল হওয়া বন্ধ হয়ে যেত। এটাকে পরগাছা বলতাম, সেটার নিজের শিকড় না থাকলেও নির্ভরশীল গাছের সব রস নিয়ে সেই গাছের ফল বন্ধ করে দিত। তোমার বলা ঐ গোষ্ঠীর সাথে স্বর্ণ লতা গাছের মিল আছে।
ও বলল, ঐ পরগাছা গাছটা দেখতে খুব সুন্দর ও পলিশ লতার মতো, নামটা বলার সাথে সাথে গুগলে দেখলাম। উদাহরণ সুন্দর ভাবে দিয়েছ। বিস্তারিত না বললে সেটার অবস্থান দেখে আচরণ বুঝতে পড়তাম না। তোমাদের এই পরগাছা গোষ্ঠীর অবস্থা ঠিক ঐ স্বর্ণ লতা গাছের মতো।
বললাম, চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে দুই টার কোন পার্থক্য নাই তবে একটা গাছ আর অন্যটা মানুষ প্রজাতির। আরও বিস্তারিত কিছু তোমার গুগলে আরও কিছু পাও কিনা।
ও বলল, স্বর্ণ লতার সামান্য একটু অংশ কেউ এনে যে কোন গাছের উপর রাখলে ঐ গাছ তার নিজস্ব বশিষ্ঠ হারায় তেমনি ঐ গোষ্ঠী যে কোন আন্দোলনে ভর করলে সেটা আর নিজস্ব ধারায় থাকতে পারে না। তারা প্রচার করে সরকার মাঠে নামতে দেয় না, যদি তাই হয় তাহলে ছাত্ররা কিভাবে মাঠে থেকে যোক্তিক দাবি আদায় করে বললাম, প্রতিপক্ষ কোন দিন আদর সোহাগ করে বলবে তুমি গোদি থেকে নামানোর জন্য রাস্তা বন্ধ কর।
কোন দিন সেটা হয় নাই আর হবেও না। আসল কথা হল রাজনৈতিক দূরদর্শিতা ও আস্থা অর্জনকারী একজন নেতার প্রয়োজন। অভাবের সংসারে সন্দেহ থাকে বেশি, সেটাও পরজীবী হওয়ার অন্যতম কারণ।
ও বলল, এভাবে চলার কারণে বিগত পনের বছর কুরবানি ও রোজার ঈদের পর জোড়দার করা হবে, সেটা আর হয়ে উঠছে না। তাই কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এগুলোর উপর ভর করে ক্ষমতায় যাওয়ার আশায় বিভোর হয়ে আবার হতাশায়। এতে নতুন করে কেস খেয়ে কর্মীরা পা হারিয়ে ফেলছে। এভাবে চলতে থাকলে বর্তমানে মাথা পা বিহীন পরগাছা হয়ে বেঁচে থাকলেও গাছের মালিক এক হাস্কা টানে ছিঁড়ে ফেললে অস্তিত্ব বিলীন হয়ে যাবে, স্বর্ণ লতা গাছের নায়।
বললাম, ফিরতে হবে পজেটিভ ধারায়, যা করতে পারব না সেদিকে না গিয়ে চলতে হবে দেশের স্বার্থে জনগণের সাথে। যে কোন অবস্থায় রাজনীতির বৈশিষ্ট্য অনুসরণ করে নির্বাচনে থাকতে হবে কোন ফলাফলের আশা ছাড়া।
ও বলল, কে এত অপক্ষায় থাকে বল, যে কোন একটার উপর ভর করে স্বর্ণ লতা পরগাছা অনেক সময় মূল গাছ মেরে ফেলতে পারে। এমন কথা গুগল থেকে পেলাম। তবে সেটা রাজনীতি নয়, অপরাজনীতি।
- ট্যাগ সমূহঃ
- কদম আলি
- আলীমুজ্জামান
![রাজনৈতিক এবং অরাজনৈতিক ও কদম আলি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)