ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২৪ | ৪:০ পিএম
অনলাইন সংস্করণ
রাজনৈতিক পটপরিবর্তনে কোটিপতির ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কমেছে: বাংলাদেশ ব্যাংক
১২ ডিসেম্বর, ২০২৪ | ৪:০ পিএম
![রাজনৈতিক পটপরিবর্তনে কোটিপতির ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কমেছে: বাংলাদেশ ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/12/20241212152423_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গত ৫ আগস্ট দেশে ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়েছে ব্যাংকিং খাতেও। বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর সময়ের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এক কোটি বা তার বেশি টাকার হিসাবধারীর সংখ্যা কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে ব্যাংক থেকে অন্তত ২৬ হাজার কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা। উত্তোলনকারীদের সবাই এক কোটিপতি গ্রাহক। এর ফলে ১,৫০০-এর বেশি ব্যাংক হিসাবের ব্যালেন্স কোটি টাকার নিচে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, দেশে এক কোটি টাকার বেশি হিসাবধারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। ১৯৭৫ সালে এমন হিসাব ছিল মাত্র ৪৭টি। ২০১৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৭,৫১৬-তে। কোভিড-১৯ মহামারির শুরুতে ২০২০ সালের মার্চে এই সংখ্যা ছিল ৮২,৬২৫টি, যা ২০২৩ সালের শুরুর দিকে ১ লাখ ১৭ হাজারে পৌঁছায়।
অর্থনীতিবিদরা মনে করেন, সাম্প্রতিক উত্তোলনের কারণ হিসেবে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট আতঙ্ক দায়ী। ক্ষুদ্র আমানতকারীদের পাশাপাশি কোটিপতিরাও ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে তাদের আমানত তুলে শক্তিশালী ব্যাংকে স্থানান্তর করছেন।
দুর্বল ব্যাংকগুলো বড় অঙ্কের অর্থ উত্তোলনে হিমশিম খাচ্ছে। অন্যদিকে, শক্তিশালী ব্যাংকগুলোতে এই অর্থ স্থানান্তরের ফলে একক হিসাবে অর্থের পরিমাণ বাড়ছে।
অর্থনীতিবিদদের মতে, এক কোটি টাকা বা তার বেশি টাকার হিসাবের সংখ্যা সাম্প্রতিক সময়ে বাড়ার কথা থাকলেও তা কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা। অনেকে তাদের অর্থ নিরাপদ রাখার জন্য ব্যাংক থেকে তুলে নিয়ে বিভিন্ন বিকল্প বিনিয়োগে ঝুঁকছেন।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনীতিবিদরা মনে করছেন, ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধার না করা গেলে এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ডলার বিনিময় হার সংস্কার নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক-আইএমএফ । নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক
4
- ট্যাগ সমূহঃ
- কোটিপতির
- অ্যাকাউন্টের
![রাজনৈতিক পটপরিবর্তনে কোটিপতির ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কমেছে: বাংলাদেশ ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)