ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৫ | ৯:২১ এএম
অনলাইন সংস্করণ
রাজস্বে ৫৮ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি
২৪ জানুয়ারি, ২০২৫ | ৯:২১ এএম
![রাজস্বে ৫৮ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/24/20250124092107_original_webp.webp)
ছবি: সংগ্রহ
রাজস্ব ঘাটতির রেকর্ড হলো এবার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ছয় মাস শেষে রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় রেকর্ড প্রায় ৫৮ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। শুধু ঘাটতিই নয়, একই সময়ে গত অর্থবছরের চেয়েও রাজস্ব আদায়ে পিছিয়ে রয়েছে এনবিআর। গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায় হয় প্রায় ১ লাখ ৫৮ হাজার কোটি টাকা, যেখানে চলতি অর্থবছরে ছয় মাসে আদায় হয়েছে প্রায় ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা।
এনবিআর কর্মকর্তারা দাবি করেছেন, অস্বাভাবিক লক্ষ্যমাত্রার কারণে ঘাটতি বাড়ছে। এ ছাড়া জুলাই ও আগস্ট মাসে রাজনৈতিক অস্থিতিশীলতা ও ডলারের মূল্যবৃদ্ধিসহ বেশ কয়েকটি কারণে আদায় কমে গেছে।
এনবিআরের গবেষণা ও পরিসংখ্যানের হিসাব বলছে, চলতি অর্থবছরে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথমার্ধের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৪ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ৫৭ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
অন্যদিকে গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৮৮কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৬৯ কোটি ৪১ লাখ টাকা কম আদায় হয়েছে।
পরিসংখ্যান বলছে, আয়কর, ভ্যাট ও কাস্টমসÑএই তিন খাতের মধ্যে ভ্যাটের প্রবৃদ্ধি ঋণাত্মক। আয়কর খাতে ছয় মাসে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ৬৭ কোটি ৭৫ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ৫২ হাজার ১৬২ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে গত অর্থবছরে একই সময়ে আদায় হয়েছে ৫০ হাজার ৮৪৫ কোটি ৪০ লাখ টাকা। এই খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে কাস্টমস খাতে প্রথমার্ধে ৬১ হাজার ৯৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৯ হাজার ৮০ কোটি টাকা। যেখানে গত অর্থবছরে একই সময়ে আদায় হয়েছে ৪৮ হাজার ৭৮৩ কোটি ৮ লাখ টাকা। প্রবৃদ্ধি শূন্য দশমিক ৬১ শতাংশ।
আর ভ্যাট খাতে ৭৬ হাজার ৩১৭ কোটি ৩৫ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫৫ হাজার ১৭৭ কোটি টাকা। তবে গত অর্থবছরে একই সময়ে আদায় হয়েছে ৫৮ হাজার ৩৬০ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ ভ্যাট খাতে প্রথমার্ধে প্রবৃদ্ধি হয়েছে মাইনাস ৫ দশমিক ৪৫ শতাংশ।
এনবিআরের একাধিক কর্মকর্তা বলেন, বৈশি^ক অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্যবৃদ্ধি ও বড় প্রকল্পগুলোতে অর্থ ছাড় কমে যাওয়াসহ বেশ কয়েকটি কারণে রাজস্ব আদায় কমে গেছে। চলতি অর্থবছরে সমন্বিত ভ্যাট প্রশাসনিক ব্যবস্থা (আইভাস) থেকে রাজস্ব আদায়ের হিসাব নেওয়া হচ্ছে। ফলে মাঠ পর্যায়ের কোনো অফিসের বাড়তি কোনো রাজস্ব দেখানোর সুযোগ নেই। গত অক্টোবর থেকে রাজস্ব আদায়ে কিছুটা গতি বেড়েছে এবং সবশেষ ডিসেম্বরে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় বেড়েছে প্রায় ছয় শতাংশ। তারপরও চলতি অর্থবছরে রাজস্বে বড় ঘাটতি রয়েছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়। যা জিডিপির ৯.৭ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, আর অন্যান্য উৎস হতে ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
![রাজস্বে ৫৮ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)