ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৫ | ৩:৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজস্ব আহরণ-ব্যয় যেন যৌক্তিক হয় খেয়াল রাখতে হবে : অর্থ উপদেষ্টা
২৬ জানুয়ারি, ২০২৫ | ৩:৪ পিএম
ছবি: সংগ্রহ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার কাস্টমসকে রাজস্ব আহরণে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে, তবে রাজস্ব আদায় করতে জোরপূর্বক বা বেআইনি কোনো চাহিদা তৈরি করা হবে না। তিনি বলেন, ‘‘দেনা আদায়ের ক্ষেত্রে কোনো অযৌক্তিক দাবী করা হবে না এবং রাজস্ব আহরণ ও ব্যয়ের ক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে।’’
আজ রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সেমিনারে এসব মন্তব্য করেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘‘অফিসের টেবিলের নিচে কোনো অযৌক্তিক দাবি রাখা যাবে না। আমি আশা করি, ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সহযোগিতা করবেন, তবে তাদেরও কিছু দায়িত্ব রয়েছে।’’
তিনি সরকারের রাজস্ব ব্যবস্থাপনার বিষয়ে বলেন, ‘‘বাংলাদেশ রাজস্ব আদায় ও ব্যয়ের ক্ষেত্রে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে, তবে প্রযুক্তি ও প্রক্রিয়া ব্যবস্থাপনায় আমাদের কিছুটা পিছিয়ে থাকা লক্ষ্য করা যাচ্ছে। আধুনিক যুগে প্রবেশ করতে এখন আর সময় বেশি নেই।’’
অর্থ উপদেষ্টা বলেন, ‘‘রাজস্ব আদায় ও ব্যয় দুটোই সমানভাবে হতে হবে। শুধু রাজস্ব আদায় করা এবং নির্বিচারে ব্যয় করা যাবে না।’’ তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘ব্যবসায়ীরা চাইছেন, ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে ব্যবসার পরিবেশ সহজ হবে, কিন্তু মাঝে মাঝে রাজস্ব ঘাটতির মুখে পড়তে হয়।’’
এ সময় তিনি সংস্কারের গুরুত্বও তুলে ধরেন, ‘‘রাজনৈতিক, অর্থনৈতিক এবং নির্বাচনী সংস্কারের কথা বলা হচ্ছে, তবে আমার মতে, বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক দিকনির্দেশনা ও সংস্কার। আইন-কানুনের সঠিক প্রয়োগের জন্য সিস্টেমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।’’
অর্থ উপদেষ্টা বলেন, ‘‘সরকার সিস্টেম ঠিকভাবে ব্যবহার করতে পারছে না, আর এজন্য সাংবাদিকদের পজিটিভ স্ট্যান্ড গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’’ তিনি আরও বলেন, ‘‘সব কিছু একসাথে কমবে বা বাড়বে না, তবে জনগণের কষ্ট বাড়ছে—এটি সত্য।’’