ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৫ | ৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
রানিং স্টাফদের কর্মবিরতি, কত টাকার ক্ষতি রেলের
২৯ জানুয়ারি, ২০২৫ | ৫:১০ পিএম
![রানিং স্টাফদের কর্মবিরতি, কত টাকার ক্ষতি রেলের](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/29/20250129171048_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত ২৮ জানুয়ারি সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ২৬ ঘণ্টা। এই সময়ে বিআরটিসি বাসের মাধ্যমে যাত্রীদের পরিবহন করা হলেও, রেলওয়ের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ঢাকাসহ পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে মিলিয়ে এই সময়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা হতে পারে।
ঢাকা বিভাগে, যেখানে ট্রেন চলাচল বন্ধ ছিল, প্রাথমিক হিসাব অনুযায়ী এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। গত ডিসেম্বর মাসে, ঢাকার স্টেশন থেকে প্রতি দিনে ৩৩ হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করত, যা থেকে রেলওয়ে আয় করেছিল প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। এভাবে হিসাব করলে, কর্মবিরতির কারণে এক দিনের জন্য এই আয় থেকে ঘাটতি হয়েছে।
পশ্চিমাঞ্চলে, পুরো ২৮ জানুয়ারি দিনে ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি। এছাড়া চট্টগ্রাম বিভাগের ক্ষতি প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মধ্যে হতে পারে, আর পূর্বাঞ্চলের ক্ষতি আনুমানিক ২ কোটি টাকার মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে সঠিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে না পারলেও, ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
![রানিং স্টাফদের কর্মবিরতি, কত টাকার ক্ষতি রেলের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)