ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম
অনলাইন সংস্করণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়ানো হচ্ছে পাচার হওয়া বাংলাদেশীদের
১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম
![রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়ানো হচ্ছে পাচার হওয়া বাংলাদেশীদের](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/10/20250210145555_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশী একটি চক্র রাশিয়ায় মানব পাচার করছে এবং পাচার হওয়া ব্যক্তিদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাচারের সঙ্গে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা জানতে পেরেছি যে একটি বাংলাদেশী এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন বাংলাদেশীকে রাশিয়ায় পাঠিয়েছে। একপর্যায়ে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়াতে বাধ্য করা হয়।’
মো. রফিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে এবং এ ধরনের কাজে জড়িত রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে। আমরা এরই মধ্যে জানতে পেরেছি, রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকা চক্রের একজনকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে।’
মহাপরিচালক জানান, এর আগে দালালের খপ্পরে পড়ে সোলায়মান কবির নামে এক বাংলাদেশী রাশিয়ায় গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছেন। পরে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মস্কোয় বাংলাদেশ দূতাবাসে অবস্থান নেন। দূতাবাস তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। অনুরূপ বাংলাদেশ দূতাবাসে কেউ যদি যোগাযোগ করে এবং তাদের সমস্যার বিষয়টি জানায় তাহলে দূতাবাস তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
![রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়ানো হচ্ছে পাচার হওয়া বাংলাদেশীদের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)