ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:১২:৫৯ পিএম

রাসায়নিক খাতে সৌদি কোম্পানির অধিগ্রহণ বেড়েছে

২৪ জুন, ২০২৪ | ৩:১২ পিএম

রাসায়নিক খাতে সৌদি কোম্পানির অধিগ্রহণ বেড়েছে

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদি আরবের কোম্পানিগুলো ৯৫ কোটি ৫০ লাখ ডলারের অধিগ্রহণ ও একীভূতকরণ (এমঅ্যান্ডএ) চুক্তি সম্পন্ন করেছে। ফাইন্যান্সিয়াল মার্কেটস প্লাটফর্ম ডিলজিকের তথ্য অনুসারে, এর অগ্রগণ্য ভূমিকা রেখেছে রাসায়নিক খাত, মোট চুক্তির মধ্যে এর পরিমাণ ৫২ দশমিক ৪ শতাংশ। 

 

পরিসংখ্যান অনুসারে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে রাসায়নিক খাতে অধিগ্রহণ ও একীভূতকরণ প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে সৌদি আরব। এ খাতে সম্পন্ন হওয়া চুক্তির পরিমাণ ৫০ কোটি ডলার।

 

চলতি মাসের শুরুর দিকে পরামর্শক সংস্থা কিয়ারনি এক প্রতিবেদনে জানিয়েছিল, উপসাগরীয় অঞ্চলে রাসায়নিক খাতের প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা আরো বেশি অধিগ্রহণ ও একীভূতকরণ চুক্তি আশা করছেন। এতে নেতৃত্বের ভূমিকায় থাকবে আরামকো ও এডনকের মতো বড় কোম্পানিগুলো।

 

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের একই প্রান্তিকের তুলনায় মধ্যপ্রাচ্যের চুক্তির পরিমাণ এবার ২৭ শতাংশ কমেছে।

 

জিসিসি অঞ্চলে এ ধরনের চুক্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছে কুয়েত। দেশটির ১১২ কোটি ডলারের চুক্তির সবক’টিই ছিল বহির্মুখী। আবার সংযুক্ত আরব আমিরাতের ৯৮ কোটি ৮০ লাখ ডলারের চুক্তির ৫৮ শতাংশ অভ্যন্তরীণ। ৯৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ১৮টি চুক্তি নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। এর ৬০ শতাংশ ছিল বহির্মুখী।

 

বিশ্বব্যাপী অধিগ্রহণ ও একীভূতকরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানানো হয় ডিলজিকের বিশ্লেষণে। আগের বছরের একই সময়ের মধ্যে লেনদেন ৩১ শতাংশ কমে ৭ হাজার ১৬২টিতে নেমে এসেছে, যা প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে কম। এর পেছনে প্রধান কারণ হিসেবে উচ্চ সুদহারকে দায়ী করা হচ্ছে। চলতি বছর প্রধান অর্থনীতিগুলোর মধ্যে একমাত্র সুইজারল্যান্ড সুদহার কমিয়েছে।

রাসায়নিক খাতে সৌদি কোম্পানির অধিগ্রহণ বেড়েছে