ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪০:৫৭ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৬ এএম

অনলাইন সংস্করণ

রিজার্ভশূন্য সিরিয়ায় ২৬ টন স্বর্ণের মজুদ

২০ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৬ এএম

রিজার্ভশূন্য সিরিয়ায় ২৬ টন স্বর্ণের মজুদ

ছবি: সংগ্রহ

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময় কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে যে ২৬ টন স্বর্ণের মজুদ ছিল, তার পুরোটাই অটুট রয়েছে, যদিও বিদেশি মুদ্রার রিজার্ভ নেমেছে প্রায় শূন্যের কোটায়।

 

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গৃহযুদ্ধ শুরুর আগে ২০১১ সালের জুনে সিরিয়ার স্বর্ণের মজুদ ছিল ২৫.৮ টন। রয়টার্সের হিসাব অনুযায়ী, বর্তমান এই পরিমাণ স্বর্ণের বাজার মূল্য ২২০ কোটি ডলার।

 

সংশ্লিষ্ট আরেকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বর্তমানে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হাতে আছে মাত্র ২০ কোটি ডলার সমমানের বিদেশি মুদ্রা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর সময় ২০১১ সালের শেষ দিকে বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল ১৪ বিলিয়ন ডলার। তার আগের বছর, ২০১০ সালে রিজার্ভে ছিল আনুমানিক ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার।

 

রিজার্ভের এই করুণ দশার জন্য বাশার আল-আসাদ সরকারকে দায়ী করছেন সিরিয়ার বর্তমান ও সাবেক কর্মকর্তারা। তবে সিরিয়ার নতুন প্রশাসন এবং কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র রিজার্ভ নিয়ে রয়টার্সের প্রশ্নে কোনো মন্তব্য করেনি।

 

২০১১ সালে আসাদ সরকার গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনে খড়গহস্ত হওয়ার পর সিরিয়া আইএমএফ, বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে আর্থিক তথ্য দেওয়া বন্ধ করে দেয়। গত ৮ ডিসেম্বর আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর সাবেক বিদ্রোহীদের নেতৃত্বাধীন নতুন সরকার এখনো দেশটির সম্পদের হিসাব করছে। সরকার পতনের মুহূর্তে কিছু বিক্ষোভকারী সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক লুট করে সিরীয় পাউন্ড হাতিয়ে নেয়। তবে তারা ব্যাংকের প্রধান ভল্ট ভাঙতে পারেনি। তাই মজুদ করা স্বর্ণ লুট করতে পারেনি।

 

চুরি যাওয়া রিজার্ভের কিছু অংশ ইতিমধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে নতুন প্রশাসন। আসাদ পরিবারের ৫০ বছরেরও বেশি শাসনের অবসান ঘটিয়ে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক দিন পর গত সপ্তাহে সিরিয়ার নতুন প্রশাসনের সদস্যরা ভল্ট পরিদর্শন করেছেন বলে দুটি সূত্র জানিয়েছে। আল-কায়েদার সাবেক সহযোগী সংগঠন হায়াত তাহরির আল-শাম গ্রুপের নেতৃত্বে নতুন প্রশাসন দ্রুত একটি সরকার গঠন করেছে। তারা ইতিমধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।

রিজার্ভশূন্য সিরিয়ায় ২৬ টন স্বর্ণের মজুদ