ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৫৪:৫৫ এএম

রিজার্ভ চুরির চেয়েও বড় বেক্সিমকোর ঋণ কেলেঙ্কারি : শ্রম উপদেষ্টা

২৯ জানুয়ারি, ২০২৫ | ৩:৪৭ পিএম

রিজার্ভ চুরির চেয়েও বড় বেক্সিমকোর ঋণ কেলেঙ্কারি : শ্রম উপদেষ্টা

ছবি: সংগ্রহ

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

 

 

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

 

 

ড. সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকোর ঋণ কেলেঙ্কারি এবং ৪০ হাজার কোটি টাকার ঋণ নিয়ে তদন্ত করা হবে। তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংকের এক বিলিয়ন ডলারের রিজার্ভ চুরির কেলেঙ্কারির চেয়েও বড় একটি ঘটনা এটি, যা জনগণের টাকায় ঋণ নিয়ে লোপাট করা হয়েছে।"

 

 

তিনি আরও জানান, বেক্সিমকো কর্তৃপক্ষের কাছে ৫৫০ থেকে ৬০০ কোটি টাকা প্রয়োজন কর্মীদের বেতন পরিশোধের জন্য। এ জন্য শেয়ার বিক্রি থেকে এই টাকা আসুক আর না আসুক, সরকার ফেব্রুয়ারির মধ্যে তা পরিশোধ করবে।

 

 

শ্রম উপদেষ্টা বলেন, "১২টি ব্যাংক থেকে বেক্সিমকো ২৮ হাজার ৫৪৪ কোটি টাকার ঋণ নিয়েছে এবং ১৬টি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের বিপরীতে ১২ হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে।"

 

 

তিনি জানান, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকের বন্ধকীকৃত শেয়ার বিক্রি করার জন্য আগামী রবিবার একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে বিএসইসি, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো অংশ নেবে।

 

 

এছাড়া, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত প্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতা পরিশোধ এবং বন্ধ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিজার্ভ চুরির চেয়েও বড় বেক্সিমকোর ঋণ কেলেঙ্কারি : শ্রম উপদেষ্টা