ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:১১:৩৫ এএম

রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চায় দুদক

২৬ জানুয়ারি, ২০২৫ | ৯:৫ এএম

রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চায় দুদক

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা (১০১ মিলিয়ন ডলার) চুরির ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) সক্রিয় হয়েছে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে এই টাকা চুরি হয়, তবে মামলার অভিযোগপত্রে চুরির পরিবর্তে কৌশলে অন্য ধারা অন্তর্ভুক্ত করা হয়, যা আসামিদের সুবিধা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে।

 

 

দুদক এখন এই চুরির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তে নেমেছে এবং সিআইডির কাছে পুরো মামলার কেস-ডকেট চেয়ে চিঠি পাঠিয়েছে। সিআইডি ইতোমধ্যে দেশি-বিদেশি চক্রের সদস্যদের শনাক্ত করেছে এবং আতিউর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে। তবে, সাবেক গভর্নর আতিউর রহমান জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক কোর্টে মামলা চলমান রয়েছে এবং প্রাথমিক রায়ে বাংলাদেশ ব্যাংক জিতেছে।

 

 

এদিকে, সিআইডি জানিয়েছে যে, বিভিন্ন কর্মকর্তা যারা রিজার্ভ চুরির সঙ্গে যুক্ত, তাদের ওপর তদন্ত বাড়ানো হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আতিউর রহমান, আনিসউদ্দিন আহমেদ খান, দিপঙ্কর কুমার চৌধুরী, শুভঙ্কর সাহা সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

 

 

এই ঘটনার পর, সিআইডি দেশের আকাশপথ এবং স্থলবন্দর ইমিগ্রেশনে নিষেধাজ্ঞা পাঠানোর পাশাপাশি বিদেশে চলে যাওয়া ব্যক্তিদেরও নজরদারিতে রেখেছে। দুদক তদন্তের অংশ হিসেবে সিআইডি কর্মকর্তাদের সহায়তা চাইছে এবং যারা তদন্তে জড়িত ছিলেন তাদের সম্পর্কেও নতুন করে তদন্ত হতে পারে।

 

 

এখন পর্যন্ত তদন্তে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছুটা মুক্তি মিললেও মামলার ব্যাপারে নতুন আপডেট আসার আশায় আছেন সবাই।

রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চায় দুদক