ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০৫:০৯ এএম

রিজার্ভ চুরির ৮০ ভাগ উদ্ধার হয়েছে

১২ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৫ এএম

রিজার্ভ চুরির ৮০ ভাগ উদ্ধার হয়েছে

ছবি: সংগ্রহ

সাইবার অপরাধের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের ৮০% উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, বাকি ২০% অর্থ উদ্ধারে মামলার পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

 

 

রাজধানীর একটি হোটেলে 'ব্র্যান্ডিং বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যাংক খাতে দুর্নীতি কমে যাওয়ার ফলে দেশ থেকে টাকা পাচার প্রায় বন্ধ হয়ে গেছে। এসময়, তিনি গর্বের সঙ্গে জানান যে, রাজনৈতিক অস্থিরতার পরও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

 

 

গভর্নর জানান, "দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে, কিন্তু যে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলি টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে সমন্বিত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।" তিনি বলেন, পাচারের সাথে জড়িত ব্যক্তির পরিবারও আইনি পদক্ষেপের আওতায় আসবে। বিদেশি সহযোগিতায় অর্থ পাচারকারী গোষ্ঠীকে আইনের আওতায় আনার কাজ চলছে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সহ অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা চলছে।

 

এছাড়া, তিনি বলেন, "দেশের ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠার ফলে এখন রেমিট্যান্স বেড়েছে। গত পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩০০ কোটি ডলার এবং রপ্তানি বেড়েছে ২৫০ কোটি ডলার।"

 

ড. আহসান এইচ মনসুর আরও জানান, সৌদি আরবকে টপকে দুবাই এখন রেমিট্যান্স পাঠানোর শীর্ষস্থানীয় গন্তব্যে পরিণত হয়েছে, যা আশঙ্কাজনক বলে মনে করছেন তিনি। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করছে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

 

 

এদিকে, ডিসেম্বর মাসে দেশে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে, যা ছিল ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার। এছাড়া, ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ২২ দশমিক ৬৮ শতাংশ বেশি।

 

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে কোনো ভয় নেই এবং বর্তমানে চার মাস চলার মতো রিজার্ভ রয়েছে।

 

 

এছাড়া, রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য তিনি প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আহ্বান জানান।

রিজার্ভ চুরির ৮০ ভাগ উদ্ধার হয়েছে