ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলায় রুশ জাহাজ
১১ জানুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম
![রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলায় রুশ জাহাজ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/11/20250111124403_original_webp.webp)
ছবি: সংগ্রহ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি (জেনারেল কার্গো) নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে পৌঁছেছে রুশ পতাকাবাহী জাহাজ ‘এমভি মেলিনা’। এর বাইরে গুরুত্বপূর্ণ এ সমুদ্রবন্দরে বিদেশী পতাকাবাহী বেশ কয়েকটি জাহাজ পণ্য নিয়ে অবস্থান করছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে ১৪২ দশমিক ৭০ মিটার দৈর্ঘ্যের অ্যান্টিগুয়া ও বারমুডার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘এমভি পাকান্ডা’ বন্দরের পিপি জেটি নং ৭-এ অবস্থান করছে। এ জাহাজটি ১৯০ টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার নিয়ে এসেছে। অন্যদিকে, পানামার পতাকাবাহী জাহাজ ‘মার্কস ঢাকা’ পিপি জেটি নং ৮-এ ২০৭ টিইইউ কনটেইনার নিয়ে পৌঁছাবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা মো. মাকরুজ্জামান আরো জানান, চলতি বছরের ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে ২৮টি বাণিজ্যিক জাহাজ এসেছে। বর্তমানে বন্দরের পশুর চ্যানেলে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে কয়লা, বিভিন্ন ধরনের সার, ক্লিংকার, এলপিজি, পাথর ও কনটেইনার পরিবহন করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে মোংলা বন্দরে ৪১৩টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সময়ে ১০ হাজার ৩৮৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং এবং ৫ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি হয়েছে। এছাড়া ৫২ লাখ ৮৪ হাজার টন আমদানি-রফতানি কার্যক্রম সম্পন্ন করে ২১০ কোটি টাকা রাজস্ব আয় করেছে মোংলা বন্দর।
২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে এ বন্দরে বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। বিদেশী বাণিজ্যিক জাহাজ আগমনে ২ দশমিক ৩০ শতাংশ, কার্গো পরিবহনে ৯ দশমিক ৭২ শতাংশ, কনটেইনার হ্যান্ডলিংয়ে ১৬ দশমিক ৭৮ শতাংশ এবং গাড়ি আমদানিতে ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
![রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে মোংলায় রুশ জাহাজ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)