ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:১৭:০৭ এএম

রেকর্ড আলু আমদানির প্রভাব বাজারে, কমেছে দাম

৯ নভেম্বর, ২০২৪ | ৮:২৪ এএম

রেকর্ড আলু আমদানির প্রভাব বাজারে, কমেছে দাম

ছবি: সংগ্রহীত

দেশীয় আলুর সরবরাহ কমে যাওয়ায় দেশে আলুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। দাম নিয়ন্ত্রণে আনতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে গত ৫ সেপ্টেম্বর সরকার আলু আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয়। তবে শুল্ক কমানোর পরও প্রথম দিকে আমদানি শুরু হয়নি। সম্প্রতি দেশের বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় এবং সরবরাহ সংকট তৈরি হলে, গত সপ্তাহ থেকে আলু আমদানি শুরু হয়। প্রাথমিকভাবে দিনে দুই থেকে তিন ট্রাক আলু আসলেও, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০ থেকে ২০ ট্রাকে। বর্তমানে ডায়মন্ড ও কাটিনাল প্রজাতির আলু বন্দর দিয়ে আমদানি হচ্ছে।

 

সম্প্রতি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ৭১ ট্রাক আলু আমদানি করা হয়েছে, যা বন্দর ইতিহাসে একদিনে সর্বোচ্চ পরিমাণ আমদানি। এক হাজার ৮১৮ টন আলু আসায় কেজিতে দাম চার টাকা কমে গেছে। আগে বন্দরে আলুর দাম ছিল ৫৫ থেকে ৫৭ টাকা কেজি, যা এখন কমে ৫১ থেকে ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমায় পাইকাররা খুশি। হিলি বন্দরে আলু কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন জানান, "কয়েকদিন আগে আলু ৪৮ টাকা কেজি ছিল, তারপর ধীরে ধীরে দাম বাড়তে শুরু করে। ৫০, ৫২, ৫৫ থেকে ৫৭ টাকায় গিয়ে পৌঁছায়। তবে আজ অনেক আলু আমদানি হওয়ায় দাম কমেছে, ফলে ব্যবসা করতে সুবিধা হচ্ছে।"

 

আলু আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, "সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে ভারতের বাজারে আলুর দাম বেশি হওয়ায় চাহিদা অনুযায়ী আমদানি করা সম্ভব হচ্ছিল না। এখন দেশের বাজারে দাম বেড়ে যাওয়ায় আমদানি আবার শুরু হয়েছে।"

 

 

হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান, "বন্দরে আলু আমদানির পরিমাণ বেড়েছে। এটি কাঁচামাল, তাই সেদিনই আলু ছাড়কৃত হয়, যেদিন বন্দর দিয়ে আসে। বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ১ হাজার ৮১৮ টন আলু আমদানি হয়েছে।"

এভাবে আলুর আমদানি বৃদ্ধি পেয়ে বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম কমতে শুরু করেছে, যা পাইকার ও ভোক্তাদের জন্য সুবিধাজনক।

রেকর্ড আলু আমদানির প্রভাব বাজারে, কমেছে দাম