ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:১৩:৩৬ পিএম

"রেলওয়ে কর্মবিরতি ঠেকাতে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগ, রানিং স্টাফদের দাবি পূরণে অগ্রগতি"

২৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৫ এএম

"রেলওয়ে কর্মবিরতি ঠেকাতে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগ, রানিং স্টাফদের দাবি পূরণে অগ্রগতি"

ছবি: সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ (যারা চলমান ট্রেনে দায়িত্ব পালন করেন) আজ ২৮ জানুয়ারি ২০২৫ থেকে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে রেল চলাচলে অচলাবস্থা এবং যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। তবে, বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি-দাওয়া পূরণের জন্য যথেষ্ট আন্তরিক এবং তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় রানিং স্টাফদের দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং এ বিষয়ে পত্রযোগাযোগের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনা চলছে।

 

রেলপথ মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ রানিং স্টাফদের এলাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, মাইলেজ এলাউন্স পাওয়ার জন্য ৮ ঘণ্টা এবং ১০০ মাইলের শর্তও শিথিল করা হয়েছে। রানিং স্টাফদের অন্যান্য দাবি আদায়ের জন্য রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট মনোযোগী এবং সচেষ্ট রয়েছে।

 

এ অবস্থায়, রেলওয়ে কর্তৃপক্ষ সকল কর্মকর্তাকে অনুরোধ করেছে যে তারা পূর্ব ঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করে রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং যাত্রীদের সেবা প্রদান করাই এর প্রধান লক্ষ্য। সুতরাং, যেকোনো সমস্যা বা দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করে সমাধান বের করার জন্য রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্ত্রণালয় আশা করে যে, রানিং স্টাফগণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।

"রেলওয়ে কর্মবিরতি ঠেকাতে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগ, রানিং স্টাফদের দাবি পূরণে অগ্রগতি"