ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ১১:৪০:৩৩ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১ মার্চ, ২০২৫ | ৫:৩০ পিএম

অনলাইন সংস্করণ

রেলওয়ে পূর্বাঞ্চল ৯টি আন্তনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে

১ মার্চ, ২০২৫ | ৫:৩০ পিএম

রেলওয়ে পূর্বাঞ্চল ৯টি আন্তনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে

ছবি: সংগ্রহ

রেলওয়ে পূর্বাঞ্চল ৯টি আন্তনগর ট্রেনের চলাচলের সময়সূচি পরিবর্তন করেছে। এছাড়া, ১১টি ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সময় অপরিবর্তিত রয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, চলতি মাসের মাঝামাঝিতে এসব ট্রেন চলাচল শুরু হতে পারে, জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

 

 

নতুন সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকা চলাচলকারী চট্টলা এক্সপ্রেস সকাল ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এছাড়া, ঢাকা থেকে টাঙ্গাইলের ভূঞাপুর পর্যন্ত জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছাড়বে এবং বিকাল ৪টা ৪৫ মিনিটে ভূঞাপুরে পৌঁছাবে। ভূঞাপুর থেকে ট্রেন বিকাল সোয়া ৫টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে। এই রুটে অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় ঢাকা ছাড়বে এবং বিকেল ৫টায় গন্তব্যে পৌঁছাবে।

 

 

চট্টগ্রাম থেকে চাঁদপুর মেঘনা এক্সপ্রেস বিকেল সোয়া ৫টায় ছেড়ে ৯টা ২৫ মিনিটে পৌঁছাবে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ তিস্তা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় ছাড়বে, দুপুর ১২টা ৫০ মিনিটে পৌঁছাবে। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন বেলা সোয়া ১টায় ছাড়বে এবং ৬টা ৪০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। ঢাকার মোহনগঞ্জ আন্তনগর হাওর এক্সপ্রেস ১০ মিনিট বেশি সময় নিয়ে পৌঁছাবে।

 

 

এছাড়া, ঢাকা-কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। পরিবর্তিত সময়সূচিতে ৯ জোড়া ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সময়ও কমবে। এর মধ্যে, চট্টগ্রাম-ঢাকা গোধূলী এক্সপ্রেস বেলা ৩টায় ছাড়বে এবং রাত ৮টা ৪৫ মিনিটে পৌঁছাবে, চট্টগ্রাম-সিলেট পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ৫০ মিনিটে ছেড়ে বেলা ৩টা ৫৫ মিনিটে পৌঁছাবে। মহানগর এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম ছাড়বে, ঢাকায় পৌঁছাবে ৬টা ৩৫ মিনিটে। তূর্ণা এক্সপ্রেস বেলা ১টায় ঢাকার উদ্দেশে ছাড়বে এবং ৫টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

 

 

এছাড়া, চট্টগ্রাম-জামালপুর বিজয় এক্সপ্রেস সকাল সোয়া ৯টায় চট্টগ্রাম ছাড়বে এবং সন্ধ্যা ৬টায় জামালপুর পৌঁছাবে। সিলেট-ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর ১২টায় ছাড়বে এবং সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকায় পৌঁছাবে।

 

 

রেলওয়ের পূর্বাঞ্চলের সিওপিএস মোহাম্মদ শহিদুল আলম বলেন, "ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে, ময়মনসিংহ অঞ্চলে রেললাইন ও সেতুর সংস্কারকাজ চলমান থাকায় কয়েকটি ট্রেন গন্তব্যে পৌঁছাতে দেরি করতে পারে।"

 

 

এ পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, যাত্রীরা আগে থেকে সময় সম্পর্কে অবহিত হয়ে নিজেদের যাত্রা পরিকল্পনা করতে পারবেন।

রেলওয়ে পূর্বাঞ্চল ৯টি আন্তনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে